বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১ || ২৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্চার দম্পতি রোমান-দিয়া

স্পোর্টস ডেস্ক

২০:৫১, ২ জানুয়ারি ২০২৫

১৩

যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্চার দম্পতি রোমান-দিয়া

বাংলাদেশের আর্চারিতে আলোচিত জুটি রোমান সানা-দিয়া সিদ্দিকী। বিভিন্ন প্রতিযোগিতায় দেশকে পদক এনে দিয়েছেন তারা। দেশ সাফল্য এনে দিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন। তবে এবার ভিন্ন কারণে সংবাদ শিরোনাম হলেন এই আর্চার জুটি। গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রোমান-দিয়া।

গত শনিবার গোপনে দেশত্যাগ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন রোমান-দিয়া। এই দম্পতির যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকীর বাবা নুরে আলম সিদ্দিকী। এছাড়া তাদের কোচসহ অন্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। 

দিয়া সিদ্দিকীর বাবা বলেছেন, ‘গতকাল (বুধবার) ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওরা এখন যুক্তরাষ্ট্রে আছে। তবে কোন শহরে আছে বলতে পারবো না।’ 

স্থায়ী হতে দিয়া-রোমান যুক্তরাষ্ট্র গেছেন কিনা এমন প্রশ্নে দিয়া সিদ্দিকীর বাবা বলেন, দিয়া-রোমান কী স্থায়ী হতে যুক্তরাষ্ট্র গেছেন? এমন প্রশ্নে দিয়ার বাবা বলেন, ‘দিয়া বেশ কিছু দিন ধরে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। ভারতের ভিসা বন্ধ থাকায় ওদের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। পরে ওরা জানায় যুক্তরাষ্ট্রে যাবে। আমি তো জানি চিকিৎসা করাতেই গিয়েছে। এর বেশি কিছু জানি না। থেকে যাবে কিনা এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই। ওরা এরকম কিছু এখন পর্যন্ত আমাকে বলেনি।’ 

জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ দুই শিষ্যের দেশত্যাগের বিষয়ে বলেছেন, ‘আমি খবরটা শুনে সত্যি হতবাক হয়েছি। আমি ছুটির সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছি। গতকাল (বুধবার) ঢাকায় ফিরেছি। ওরা সত্যিই খেলা ছেড়ে চলে গেলো কিনা বলতে পারবো না। এ ব্যাপারে খোঁজ নিয়েই আসলে মন্তব্য করতে পারবো। তবে এরকমটা যদি ঘটে থাকে, সেটা হবে দুঃখজনক।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বলেছেন, ‘ওরা যুক্তরাষ্ট্রে গেছে এক সপ্তাহ হলো এটা শুনেছি।  ফেডারেশনকে বলে যায়নি। ছুটিতে থাকা অবস্থায় দেশ ছেড়েছে। এমনিতে ওদের পারফরম্যান্স খারাপ ছিল।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত