প্রথমবারের মতো ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত
প্রথমবারের মতো ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত
প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪। সারাবিশ্ব থেকে ২৫ টি দেশের প্রবাসী বাংলাদেশীরা এই সামিটে অংশ নেন। ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
এনআরবি ওয়ার্ল্ড-এর প্রেসিডেন্ট মোঃ শাহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ড-এর প্রধান উপদেষ্টা আজিজ আহমেদ, ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, ডিবিএ, এবিসিসিআই-এর প্রেসিডেন্ট আসিফ বারী, অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ, এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরামের ভাইস চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, আমেরিকান বাংলাদেশী বিচারক সোমা এস সাঈদ, আমেরিকা-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান গিয়াস আহমেদ, বৃটিশ-বাংলাদেশ চেম্বারের সাবেক সভাপতি সাইদুর রহমান রানু, বিজনেস এশিয়া সম্পাদক উইং কমান্ডার (অব.) মোঃ ইসমাইল হোসাইন সিরাজী, গেøাবাল এনআরবি চেম্বারের সেক্রেটারি হেমি হোসেন এবং এনআরবি ওয়ার্ল্ডের ফাউন্ডার এনামুল হক এনাম।
প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী তার বক্তব্যে ৫ আগস্ট পরবর্তী সময়কে সুবর্ণ সুযোগ হিসেবে অভিহিত করে দেশ ও প্রবাসের সবাইকে একসঙ্গে মিলে নতুন বাংলাদেশ বিনির্মানের আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের জন্য নানা ধরণের উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী দিনে দেশের নানা কাজে প্রবাসীদের সম্পৃক্ততা আরও বাড়বে।
এনআরবি ওয়ার্ল্ড আয়োজিত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে প্রথমবারের মতো এই আয়োজনে অর্ধ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। যাদের মধ্যে আছেন উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদসহ প্রায় সকল শ্রেণী পেশার প্রবাসী। পাশাপাশি এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সরকারের নীতি নির্ধারকরাও।
দিনব্যাপী এই সামিটে ছিল নানা আয়োজন। যার মধ্যে ছিল বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত এবং অর্থবহ করতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, ট্যুরিজম, আবাসন, রপ্তানি, বাংলাদেশী ডায়াসপোরাসহ বিষয়ভিত্তিক নানা সেমিনার। যেখানে আলোচক হিসেবে ছিলেন সংশ্লিষ্ট সেক্টরের সরকারি নীতি-নির্ধারক এবং দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া এবারের আয়োজন থেকে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশীদের প্রদান করা হয় গ্লোবাল এনআরবি এওয়ার্ড।
এনআরবি ওয়ার্ল্ড সামিট- এর আয়োজক প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড এবং বিজনেস এশিয়া ম্যাগাজিন। আয়োজন সহযোগী হিসেবে আছে- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), গ্লোবাল এনআরবি চেম্বার, বিজনেস আমেরিকা ম্যাগাজিন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`