মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুয়াংঝৌতে একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথবিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম অনুষ্ঠিত

মো: এনামুল হক, গুয়াংদং, চীন

২০:৪৩, ২৬ নভেম্বর ২০২৪

গুয়াংঝৌতে একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথবিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম অনুষ্ঠিত

একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথবিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম (২০২৪) ২২ নভেম্বর চীনের গুয়াংদং প্রদেশের রাজধানী গুয়াংঝৌ এর ইজল্যান্ড হোটেলের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। 

গুয়াংদং প্রদেশের স্থানীয় সরকার এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র আন্তর্জাতিক বিভাগের বেল্ট অ্যান্ড রোড থিঙ্ক ট্যাঙ্ক অ্যালায়েন্সের সহায়তায় এই ফোরাম আয়োজিত হয়। 

চীন এবং বিদেশের অনেক বিশেষজ্ঞ এবং পণ্ডিত এই ফোরামে অংশ নেন এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনার সহযোগিতার বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। 

একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথবিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ফোরামটি ২০১৬ সাল থেকে টানা ৮ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ফোরামের প্রতিপাদ্য হল “নিউ কোয়ালিটি প্রোডাক্টিভ ফোর্সেস অ্যান্ড হাই কোয়ালিটি ডেভেলপমেন্ট”।
 
চীন, বুলগেরিয়া, ডেনমার্ক, মালয়েশিয়া, রাশিয়া, ব্রাজিল, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাজ্যসহ  অন্যান্য অনেক দেশের বিশেষজ্ঞ এবং পণ্ডিতগণ, গুয়াংদং প্রদেশের স্থানীয় সরকারের বর্তমান নেতৃবৃন্দ, এবং সিপিসি’র আন্তর্জাতিক বিভাগের প্রতিনিধি সহ দুই শতাধিক অংশগ্রহণকারী এই ফোরামে যোগ দেন। এছাড়া, বিখ্যাত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং গুয়াংঝৌতে বিভিন্ন দেশের কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারাও ফোরামটিতে অংশ নেন।

ফোরামে সকালে একটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং বিকালে দশটি সমান্তরাল অধিবেশন আয়োজিত হয়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত