শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১৩ পৌষ ১৪৩১ || ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পুলিশ আসার খবরে পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আওয়ামী লীগ নেত্রী

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:৪৬, ২৭ ডিসেম্বর ২০২৪

৩১

পুলিশ আসার খবরে পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আওয়ামী লীগ নেত্রী

চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে  চকবাজার থানা পুলিশ।

আওয়ামী লীগ নেত্রী কাবেরী সাবেক রাষ্ট্রদূত এবং আওয়ামীলীগের নেতা ওসমান সরওয়ারের কন্যা। সর্বশেষ কক্সবাজার–৩ আসন এবং কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন কাবেরী। তাছাড়া তার বড় ভাই সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য।

পুলিশ জানায়, গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড় এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরেই লুকিয়ে ছিলেন। এক পর্যায়ে পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনা হয়। দেবপাহাড়ের বাসাটি কাবেরীদের পৈতৃক নিবাস। নাজনীন সারওয়ার কাবেরী জ্বালানী তেল ব্যবসার সাথে জড়িত। তার নিজের অয়েল ট্যাংকার রয়েছে। ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে সরকার পতনের পর কাবেরী আত্মগোপনে চলে যান।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, ‘কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত