গুয়াংঝৌতে একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথবিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম অনুষ্ঠিত
গুয়াংঝৌতে একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথবিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম অনুষ্ঠিত
একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথবিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম (২০২৪) ২২ নভেম্বর চীনের গুয়াংদং প্রদেশের রাজধানী গুয়াংঝৌ এর ইজল্যান্ড হোটেলের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
গুয়াংদং প্রদেশের স্থানীয় সরকার এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র আন্তর্জাতিক বিভাগের বেল্ট অ্যান্ড রোড থিঙ্ক ট্যাঙ্ক অ্যালায়েন্সের সহায়তায় এই ফোরাম আয়োজিত হয়।
চীন এবং বিদেশের অনেক বিশেষজ্ঞ এবং পণ্ডিত এই ফোরামে অংশ নেন এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনার সহযোগিতার বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথবিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ফোরামটি ২০১৬ সাল থেকে টানা ৮ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ফোরামের প্রতিপাদ্য হল “নিউ কোয়ালিটি প্রোডাক্টিভ ফোর্সেস অ্যান্ড হাই কোয়ালিটি ডেভেলপমেন্ট”।
চীন, বুলগেরিয়া, ডেনমার্ক, মালয়েশিয়া, রাশিয়া, ব্রাজিল, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাজ্যসহ অন্যান্য অনেক দেশের বিশেষজ্ঞ এবং পণ্ডিতগণ, গুয়াংদং প্রদেশের স্থানীয় সরকারের বর্তমান নেতৃবৃন্দ, এবং সিপিসি’র আন্তর্জাতিক বিভাগের প্রতিনিধি সহ দুই শতাধিক অংশগ্রহণকারী এই ফোরামে যোগ দেন। এছাড়া, বিখ্যাত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং গুয়াংঝৌতে বিভিন্ন দেশের কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারাও ফোরামটিতে অংশ নেন।
ফোরামে সকালে একটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং বিকালে দশটি সমান্তরাল অধিবেশন আয়োজিত হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!