স্মার্টফোনে সবচেয়ে বেশি সময় কাটান যে দেশের মানুষ
স্মার্টফোনে সবচেয়ে বেশি সময় কাটান যে দেশের মানুষ
সারাক্ষণ স্মার্টফোনে বুঁদ হয়ে থাকছেন। কখনো সোশ্যাল মিডিয়া, কখনো নাটক-সিমেনা দেখা, কিংবা বই পড়া। এখন সহ কিছুই হচ্ছে স্মার্টফোনে। হাতে থাকা স্মার্টফোন দিয়েই বাসার বিদ্যুৎ, গ্যাসের বিল দিতে পারছেন ঘরে বসেই। স্মার্টফোনে কাজের শেষ নেই।
ছোট থেকে বৃদ্ধরা সবাই ব্যবহার করছেন স্মার্টফোন। ছোটদের পড়াশোনা শেখানোর ভারও স্মার্টফোনের কাঁধেই। ফোনেই বিভিন্ন ভিডিও দেখে শিশুরা পড়া শিখছে। বড়রা খবর দেখা, সিনেমা, নাটক দেখা কিংবা কারো সঙ্গে যোগাযোগ সব কিছুর জন্যই আছে স্মার্টফোন। তবে জানেন কি কোন দেশের মানুষরা সবচেয়ে বেশি স্মার্টফোন ব্যবহার করেন।
ইওয়াই এবং এফ আইসিসিআইর করা সমীক্ষায় দেখা গেছে কোন দেশের মানুষ মোবাইলের বিভিন্ন অ্যাপে কতক্ষণ সময় কাটায়। এই তালইকায় শুরুতেই আছে ইন্দোনেশিয়া। তাদের সমীক্ষায় দেখা যায় ইন্দোনেশিয়ার মানুষ সারাদিনে বিভিন্ন অ্যাপে গড়ে ৬.১ ঘণ্টা সময় কাটান।
তালিকার দ্বিতীয় স্থানেই আছে থাইল্যান্ড। সে দেশের মানুষ বিভিন্ন অ্যাপের পিছনে সারাদিনে গড়ে ব্যয় করেন ৫.৬ ঘণ্টা। তৃতীয় স্থানে রয়েছে মেসির দেশ আর্জেন্টিনা। এখানকার মানুষ সারাদিনে ৫.৩ ঘণ্টা সময় কাটান মোবাইল অ্যাপে।
সৌদি আরবের নাগরিকরাও মোবাইলের পিছনে সারাদিনে ব্যয় করেন ৫.৩ ঘণ্টা সময়। তারা রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। সাম্বার দেশের মানুষ দিনের মধ্যে প্রায় ৫ ঘণ্টা মোবাইল ঘেঁটেই কাটিয়ে দেন।
এছাড়া সমীক্ষায় আরও দেখা যায়, গড়ে একজন ব্যক্তি প্রতিদিন তাদের ফোনে ৪ ঘণ্টা ৩৭ মিনিট সময় ব্যয় করেন। লোকেরা প্রতিদিন তাদের ফোন ৫৮ বার চেক করে। প্রায় ৫২ শতাংশ ফোন চেক হয় কাজের সময়। ফলে স্ক্রিন টাইম বেশি হওয়ার কারণে কাজে বিঘ্ন ঘটায়।
সূত্র: হারমনি হেলথকেয়ার আইটি, রেসকিউ টাইম, এক্সপ্লোডিং টাইম
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট