শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লাসা জ্বরে যুক্তরাজ্যে ১ জনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২২

২২৭৮

লাসা জ্বরে যুক্তরাজ্যে ১ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার স্থানীয় মড়ক লাসা জ্বরে যুক্তরাজ্যে একজন মারা গেছেন। দেশটির হেলথ সিকিউরিটি এজেন্সি (ইকেএইচএসএ) এ তথ্য নিশ্চিত করেছে।

বেডফোর্ডশায়ারের এক হাসপাতালে ওই রোগী মারা যান। তার নাম ও বয়স জানানো হয়নি।

এর মাধ্যমে সম্প্রতি যুক্তরাজ্যে লাসা জ্বরের মোট তিনটি কেইস পাওয়া গেল। এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) ওই জ্বরে আরও দুইজন আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন: স্থানীয় মড়ক লাসা জ্বর সামলাতে জরুরি ব্যবস্থা নাইজেরিয়ায়

এক বিবৃতিতে ইকেএইচএসএ-এ জানিয়েছে, তারা ওই তিন ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছেন তাদের সাথে যোগাযোগ করছে। তবে সাধারণ জনগণের এ নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই।

লাসা জ্বরে ভোগা ওই তিন ব্যক্তিই সম্প্রতি পশ্চিম আফ্রিকায় ভ্রমণ করেছেন। এ জ্বরের উৎপত্তি সেখানেই।

বর্তমান সংক্রমণ ছাড়াও ১৯৮০-এর পর থেকে যুক্তরাজ্যে মোট আটটি লাসা জ্বরের কেইস পাওয়া গিয়েছিল।

দেশটিতে সর্বশেষ ২০০৯ সালে লাসা জ্বরের রোগীর সন্ধান পাওয়া যায়।

লাসা ফিভার এক ধরনের অ্যাকিউট ভাইরাল জ্বর। এটি মানুষের মধ্যে খাবার ও গৃহস্থালি জিনিসের মাধ্যমে ছড়ায়। ইঁদুরজাতীয় প্রাণীর মূত্র ও বিষ্ঠা থেকে এসব জিনিসে ছড়ায় এ জ্বরের জীবাণু।

লাসা জ্বরের লক্ষণ হলো জ্বর, দুর্বলতা, বমি, উদরাময়, মাথাব্যথা, ও কফ।

১৯৬৯ সালে প্রথমবারের মতো নাইজেরিয়ার লাসা শহরে এ রোগ আবিষ্কৃত হয়।

এটি এখন পশ্চিম আফ্রিকার স্থানীয় মহামারিতে (এনডেমিক) পরিণত হয়েছে। প্রতি বছর এ রোগে ওই অঞ্চলে ৫০০০ মানুষ মারা যায়।

সূত্র: আইটিভিবিবিসি

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত