বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ৯ মাঘ ১৪৩১ || ২০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এখনো নিয়ন্ত্রণের বাইরে দাবানল, পুড়ে গেছে ১০ হাজারের বেশি অবকাঠামো

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৩৯, ১০ জানুয়ারি ২০২৫

৯৫

এখনো নিয়ন্ত্রণের বাইরে দাবানল, পুড়ে গেছে ১০ হাজারের বেশি অবকাঠামো

ভয়ংকর দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। শহরের পৃথক স্থানে দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ১০ হাজারের বেশি বাড়িঘর ও অন্যান্য অবকাঠামো পুড়ে গেছে। সেই সঙ্গে প্রাণ গেছে ১০ জনের।

লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডেস ও ইটন এলাকার আগুনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্যালিসেডেসের আগুনে পুড়েছে ১৯ হাজার একর জমি। ইটনের আগুনে পুড়েছে ১৩ হাজার একর জমি। হার্স্ট এলাকার আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, সান ফার্নান্দো উপত্যকায় একটি স্কুল থেকে মাত্র ২ মাইল দূরে দাবানলের সূত্রপাত হয়। এটি পার্শ্ববর্তী ভেনচুরা কাউন্টিতেও ছড়িয়ে যায়। তবে দমকল কর্মীদের বড় প্রচেষ্টা আগুনের শিখা ছড়িয়ে পড়া কিছুটা কমিয়ে আনে। প্রায় ৪০০ দমকল কর্মী রাতভর ঘটনাস্থলে ছিলেন।

মঙ্গলবার রাতে শুরু হওয়া ইটনের আগুনে পাঁচ হাজারেরও বেশি অবকাঠামো পুড়ে গেছে। যার মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট ভবন, ব্যবসা, আউটবিল্ডিং এবং যানবাহন রয়েছে। গতকাল বৃহস্পতিবার দমকল কর্মীরা প্রথম দফায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অপরদিকে,  প্যাসিফিক প্যালিসেডসের পশ্চিমে এলএ অঞ্চলে জ্বলতে থাকা দাবানলগুলোর মধ্যে বৃহত্তম আগুনটি ৫ হাজার ৩০০টির বেশি অবকাঠামো ধ্বংস করেছে। সেখানে দমকল কর্মীদের কোনো নিয়ন্ত্রণ নেই।

সপ্তাহের শুরুর দিকে ছড়িয়ে পড়া দাবানলগুলো লস অ্যাঞ্জেলেস শহরতলিজুড়ে ভয় ও দুঃখের অনুভূতি ছড়িয়ে দিয়েছে। দাবানলের কোনো কারণ এখনো জানা যায়নি।

বেশ কয়েকটি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা শুক্রবার (১০ জানুয়ারি) ঘোষণা করেছে, ২০২৪ সালটি পৃথিবীর উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করা হয়েছে। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের অধ্যাপক মার্শাল শেফার্ড বলেন, হারিকেন হেলেন, স্পেনে বন্যা এবং ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়া - এসবই দুর্ভাগ্যজনক দ্রুত জলবায়ু পরিবর্তনের লক্ষণ।

ভয়াবহ দাবানলে অভ্যস্ত হয়ে ওঠা ক্যালিফোর্নিয়া রাজ্যে ধ্বংসযজ্ঞের মাত্রা এবার অনেকটাই বেশি। মনোরম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটির একটি বড় অংশ বলতে গেলে নিশ্চিহ্ন হয়ে গেছে।

এপি জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বা কতগুলো স্থাপনা পুড়ে গেছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি সরকার। আবহাওয়া ও এর প্রভাব সম্পর্কে তথ্য সরবরাহকারী বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির পূর্বাভাস দিয়েছে।

সবশেষ পরিস্থিতি নিয়ে এপির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের বিস্তার কমিয়ে আনতে দমকল কর্মীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও এখনো এটি নিয়ন্ত্রণের বাইরে। বিমান থেকে পানি ফেলা হচ্ছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত