শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ || ২ কার্তিক ১৪৩১ || ১২ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আজ ‘বেস্ট ফ্রেন্ড’ দিবস

সাতরং ডেস্ক

১৭:০২, ৮ জুন ২০২৪

আপডেট: ১৭:০৩, ৮ জুন ২০২৪

৪৩৮

আজ ‘বেস্ট ফ্রেন্ড’ দিবস

বন্ধুত্বকে আশ্রয়দাতা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। বন্ধু মানে আনন্দ, হাসি, সুখ, দুঃখের অংশীদার। প্রতিটি মানুষের একাধিক বন্ধু আছে। এই বন্ধুদের মধ্যেও একজন হয়ে ওঠে সবার সেরা। বিশ্বাস, প্রতিশ্রুতি রক্ষা একজন আরেকজনের জীবনে হয়ে ওঠে ‘বেস্ট ফ্রেন্ড’। ‘বেস্ট ফ্রেন্ড’ হলো আয়নার মতো। তবে সবার ‘বেস্ট ফ্রেন্ড’ থাকে বিষয়টি এমন না। কারও কারও থাকে। আর ‘বেস্ট ফ্রেন্ড’ কেবলমাত্র একজনই হতে পারে।

 ৮ জুন, ‘বেস্ট ফ্রেন্ড’ ডে বা ঘনিষ্ঠ বন্ধু দিবস। ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস দিনটি চালু করে। এরপর থেকে যুক্তরাষ্ট্রে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে। আপনিও দিবসটি পালন করতে পারেন। যে আপনার সব থেকে প্রিয় বন্ধু তার পছন্দ-অপছন্দের গল্প আপনার থেকে আর কে ভালো জানে! বন্ধুকে তার প্রিয় কিছু উপহার দিতে পারেন। আর সেটা হতে পারে ‘সময়’। শত ব্যস্ততা দূরে সরিয়ে দিয়ে কিছুটা সময় নিজেদের মধ্যে ভাগ করে নিন।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank