বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাহজালালে এয়ার ইন্ডিয়ার ভ্যাকসিনবাহী বিমান

দেশে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের প্রথম চালান

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৩৮, ২১ জানুয়ারি ২০২১

আপডেট: ১৫:১৭, ২১ জানুয়ারি ২০২১

৯৬৭

শাহজালালে এয়ার ইন্ডিয়ার ভ্যাকসিনবাহী বিমান

দেশে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের প্রথম চালান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়া’র বিমান। ১৬৭ বক্সে করে আনা ২০ লাখ ভ্যাকসিনের মধ্য দিয়ে দেশে আসলো করোনা ভ্যাকসিনের প্রথম চালান। ভারত সরকারের উপহার হিসেবে সেরাম ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’ পাচ্ছে বাংলাদেশ। 

ভ্যাকসিন নিয়ে রাখা হবে তেজগাঁও এর ইপিআইয়ের গুদামে। সে লক্ষ্যে বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছে দু’টি ফ্রিজার ভ্যান। জানা যায়, ‘কোভিশিল্ড’ সংরক্ষণ করতে হয় ৭-৮ ডিগ্রি তাপমাত্রায়।

ভারত সরকার থেকে উপহার পাওয়া ভ্যাকসিন তেজগাঁওতে রাখা হলেও বেক্সিমকোর কেনা ভ্যাকসিনগুলো সংরক্ষণ করা হবে প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায়। 

ঢাকায় ভ্যাকসিনবাহী বিমান অবতরণকালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাগণ। দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে ভ্যাকসিন হস্তান্তর করবেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। 

আগামী ২৭ বা ২৮ জানুয়ারি ভ্যাকসিনেশন বা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

নির্ধারিত ২৫ জানুয়ারির মধ্যে ৫০ লাখ ডোজ আসলে একসাথে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। প্রথম মাসে টিকা আসবে মোট ৭০ লাখ। এরমধ্যে ৬০ লাখ টিকা প্রথম মাসেই প্রয়োগ করা হবে বলে জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। 

তিনি আরও জানান, ২৭ অথবা ২৮ জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে। টিকা প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে পরীক্ষামূলকভাবে দেয়া হবে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এরপর ঢাকা মেডিক্যাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকোটল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে।  তিনি আরও জানান, হাসপাতালের বাইরে আর কোথাও টিকা কেন্দ্র করা হবে না। কারণ, ভ্যাকসিন দেয়ার পর ১০-১৫ মিনিট পর্যবেক্ষণে রাখতে হবে টিকাগ্রহণকারীকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত