শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সম্মতিপত্রে স্বাক্ষর করে ভ্যাকসিন নিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:৪৮, ১১ জানুয়ারি ২০২১

আপডেট: ০০:৪২, ১২ জানুয়ারি ২০২১

২২০১

সম্মতিপত্রে স্বাক্ষর করে ভ্যাকসিন নিতে হবে

চলতি মাসের ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে করোনা ভ্যাকসিনের প্রথম চালান আসবে। আর এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। করতে হবে নিবন্ধনও। করোনার টিকা নিতে হলে ছয়টি শর্তে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে হবে গ্রহীতাকে।

সোমবার (১১ জানুয়ারি) কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভ্যাকসিন বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক এ কথা জানান।

ডা. শামসুল হক বলেন-

‘করোনার ভ্যাকসিন নেওয়ার আগে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। কারণ, যাকে আমরা ভ্যাকসিন দিচ্ছি, তার একটা অনুমতির প্রয়োজন রয়েছে। আমরা একটি সম্মতিপত্র তৈরি করেছি। সেখানে রেজিস্ট্রেশন নম্বর, তারিখ,পরিচয়পত্র এবং নাম থাকবে।’

তিনি আরও জানান-
সম্মতিপত্রে লেখা থাকবে— ‘করোনার টিকা সম্পর্কে আমাকে অনলাইনে এবং সামনাসামনি ব্যাখ্যা করা হয়েছে। এই টিকা গ্রহণের সময়, অথবা পরে যেকোনও অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে, তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকারের নয়। আমি সম্মতি দিচ্ছি যে, টিকা গ্রহণ ও এর প্রভাব সম্পর্কিত তথ্যের প্রয়োজন হলে আমি তা প্রদান করবো। জানা মতে, আমার ওষুধজনিত কোনও অ্যালার্জি নেই’— 

ডা. শামসুল হক বলেন, এই সম্মতিপত্র খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন গ্রহীতাকে আরও সম্মতি দিতে হবে যে-
‘টিকাদান পরবর্তী প্রতিবেদন, অথবা গবেষণাপত্র তৈরির বিষয়ে অনুমতি দিলাম। আমি স্বেচ্ছায়, সজ্ঞানে এই টিকার উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অবগত হয়ে টিকা গ্রহণে সম্মত আছি।’

ডা. শামসুল হক বলেন, ভ্যাকসিন নিতে চাইলে এই সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে এবং এটা  কর্তৃপক্ষের কাছে থাকবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত