সাড়ে ৫ মাস পর ভারতে করোনা শনাক্তের রেকর্ড
সাড়ে ৫ মাস পর ভারতে করোনা শনাক্তের রেকর্ড
২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৩৫ জন। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গত বছরের ২৫ সেপ্টেম্বরে শনাক্ত হয়েছিল ৪ হাজার ৭৭৭ জন। এরপর থেকে শনাক্তের সংখ্যা নিন্মগামী ছিল।
শুধু শনাক্তই না। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। মহারাষ্ট্রে ৪ জন, দিল্লি, গুজরাট, হরিয়ানা কর্ণাটক থেকেও মৃত্যুর খবর আসছে। কেরালায় সবশেষ ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬৩ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একই সঙ্গে দেশটিতে অ্যাক্টিভ কেসের হারও বেড়েছে।
এদিকে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯১ জনে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২২০ কোটি করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছে ১ হাজার ৯৭৯ জন।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৭১৯। করোনা সংক্রমণে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক, ছড়াচ্ছে ভ্যাকসিনেটরাও
- করোনাভাইরাস
দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত চট্টগ্রামের ফিল্ড হাসপাতালগুলো - পুরোপুরি না সেরেই হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাকে একদম ভয় পাবেন না! - করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন
- মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার
- ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম, মোদিকে ট্যাগ দিয়ে অভিনেতার মৃত্যু
- করোনাভাইরাস
মহামারিগুলো সাধারণত কীভাবে শেষ হয়? - টিকাদান কর্মসূচি উদ্বোধন
যারা নিলেন করোনার প্রথম ভ্যাকসিন - ভ্যাকসিন পরীক্ষায় বাংলাদেশের কাছে টাকা চাইছে সিনোভ্যাক
- চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত