বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ৯ মাঘ ১৪৩১ || ২০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাড়ে ৫ মাস পর ভারতে করোনা শনাক্তের রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:২১, ৫ এপ্রিল ২০২৩

৭৬৭

সাড়ে ৫ মাস পর ভারতে করোনা শনাক্তের রেকর্ড

২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৩৫ জন। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গত বছরের ২৫ সেপ্টেম্বরে শনাক্ত হয়েছিল ৪ হাজার ৭৭৭ জন। এরপর থেকে শনাক্তের সংখ্যা নিন্মগামী ছিল।

শুধু শনাক্তই না। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। মহারাষ্ট্রে ৪ জন, দিল্লি, গুজরাট, হরিয়ানা কর্ণাটক থেকেও মৃত্যুর খবর আসছে। কেরালায় সবশেষ ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬৩ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একই সঙ্গে দেশটিতে অ্যাক্টিভ কেসের হারও বেড়েছে।

এদিকে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯১ জনে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২২০ কোটি করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছে ১ হাজার ৯৭৯ জন।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৭১৯। করোনা সংক্রমণে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত