সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১ || ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতফেরত বাংলাদেশি যুবকের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:০৯, ৩০ ডিসেম্বর ২০২২

৪৪৮

ভারতফেরত বাংলাদেশি যুবকের করোনা শনাক্ত

ভারতফেরত এক বাংলাদেশি যুবকের করোনা শনাক্ত হয়েছে। যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে তার করোনা শনাক্ত হয়। ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে তিনি ভারতের হায়দারাবাদ গিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেনাপোল ইমিগ্রেশন দিয়ে তিনি দেশে ফেরেন। পরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তবে আলোচিত নতুন বিএফ-৭ ভ্যারিয়েন্ট নয়।

আক্রান্ত সাদ্দাম শেখ (১৯) খুলনার দৌলতপুর থানার বাসিন্দা। ওই দিন সন্ধ্যায় তাকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফেরত আসা করোনা পজিটিভ যুবককে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

এদিকে, যাত্রীর শরীরে করোনা পজেটিভ খবরে মুহূর্তে ইমিগ্রেশন এলাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত