সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে নাসাল ভ্যাকসিনের অনুমতি

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:২৯, ৬ সেপ্টেম্বর ২০২২

৫৬১

ভারতে নাসাল ভ্যাকসিনের অনুমতি

ভারত বায়োটেকের তৈরি করোনার নাসাল ভ্যাকসিন (নাকে দেওয়ার ভ্যাকসিন) ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক অধিদপ্তর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মানসুখ মান্দাভিয়ার বলেছেন, জরুরি পরিস্থিতিতে প্রাপ্তবয়স্কদের সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক অধিদপ্তর। এর অর্থ ১৮ বছর কিংবা তার বেশি বয়সীরা এবং জরুরি প্রয়োজনেই শুধু এই ভ্যাকসিন নিতে পারবেন। 

গত কয়েক বছরে যে ভ্যাকসিনগুলো মানবদেহে ব্যবহারের অনুমতি পেয়েছে তার বেশির ভাগই ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করা হয়। সেগুলো ছাড়াও শিশুদের জন্য মুখে খাওয়ানোর ভ্যাকসিনও ছিল। তবে ভারত বায়োটেকের তৈরি এই নাসাল ভ্যাকসিন নাকের ভেতর স্প্রে করা হবে। শ্বাসের মাধ্যমে সেটি ভ্যাকসিন গ্রহীতার শরীরে প্রবেশ করবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত