সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৫০, ৯ জুলাই ২০২২

৪৭৬

কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে। এ সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষায় ৯৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর আগেরদিন করোনায় ৭ জনের মৃত্যু ও ১ হাজার ৬১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।

শনিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত