মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা টিকা প্রথম বছর প্রায় ২ কোটি লোকের জীবন বাঁচিয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:০৮, ২৪ জুন ২০২২

৪৪১

করোনা টিকা প্রথম বছর প্রায় ২ কোটি লোকের জীবন বাঁচিয়েছে

কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর পর প্রথম বছরে প্রায় ২ কোটি লোকের প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে। এই বিষয়ে শুক্রবার প্রকাশিত প্রথম ব্যাপক ভিত্তিক মডেলিং সমীক্ষায় এ কথা জানানো হয়।
 
দ্য ল্যানসেট ইনফেকশন ডিজিজ-এ প্রকাশিত এই গবেষণা রিপোর্ট ২০২০ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত ১৮৫টি দেশ ও অঞ্চলের ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

কোভিড-১৯ টিকাদানের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঠেকানো মৃত্যুর সংখ্যা অনুমান করার এটাই প্রথম প্রচেষ্টা। 

ভ্যাকসিন পাওয়া না গেলে ৩১.৪ মিলিয়ন লোকের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন  আসায় এর মধ্যে ১৯.৮ মিলিয়ন লোকের মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে। এতে মৃত্যুর হার ৬৩ শতাংশ হ্রাস পেয়েছে।

গবেষণায় কোভিড থেকে মৃত্যুর পাশাপাশি প্রতিটি দেশ থেকে মোট অতিরিক্ত মৃত্যুর সরকারী পরিসংখ্যান কিংবা সরকারী তথ্যে উল্লেখ ছিল না এমন ক্ষেত্রে অনুমিত বাড়তি মৃত্যুর হিসাব ব্যবহার করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত