শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ || ১৩ পৌষ ১৪৩১ || ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভ্যাকসিন নিয়ে আতঙ্কের কিছু নেই, বললেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৪৫, ৪ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:৫৬, ৪ জানুয়ারি ২০২১

৯৫৫

ভ্যাকসিন নিয়ে আতঙ্কের কিছু নেই, বললেন পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন যথাসময়েই দেশে আসবে। এ নিয়ে কোনো আতঙ্ক বা দুঃশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুই বন্ধু রাষ্ট্রের উচ্চ পর্যায়ের আলোচনা সাপেক্ষে করা চুক্তিটির বাইরে যাওয়ার কোনো উপায় নেই বলে তাকে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো ধরনের নিষেধাজ্ঞা এখানে কার্যকর হবে না।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার আন্তর্জাতিক মিডিয়ার বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হলে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন- 

‘ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, আমাদের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে সেটি পালন করা হবে। ওরা বলেছে, ভ্যাকসিনের বিষয়ে অন্য কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে। যেহেতু দুই দেশের শীর্ষ পর্যায় অর্থাৎ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা সাপেক্ষে ভ্যাকসিন বিষয়ক চুক্তি হয়েছে। তাই এই চুক্তির বাইরে যাওয়া হবে না। বাংলাদেশে যথা সময়ে ভ্যাকসিন আসবে, দুঃশ্চিন্তার কিছু নেই।’

আরও পড়ুন**ভ্যাকসিনে ভারতীয় নিষেধাজ্ঞায় সমস্যা হবে না, বাংলাদেশ আশাবাদী

বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাতকারে সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বলেছিলেন, আগামী মার্চ বা এপ্রিল মাস পর্যন্ত তারা দেশের চাহিদা মেটাবে। দেশটিতে ঝুঁকিতে রয়েছেন এমন জনগোষ্ঠীর জন্যে ভ্যাকসিন নিশ্চিত না হওয়া পর্যন্ত এরপরই আগ্রহী দেশগুলোয় টিকা রপ্তানি করা হবে না।

**ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, অনিশ্চয়তায় বাংলাদেশ

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন-

‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে জানিয়েছে, এটা তাদের সরকারের বক্তব্য নয়। এই বক্তব্য আদর পুনাওয়ালার নিজস্ব এবং তিনি একটু আগেভাগেই গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়ে ফেলছেন। এটি ভারত সরকারের নীতি নয়।'

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী সকালেই তাকে ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে আশ্বস্ত করেছেন। দোরাস্বামী বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি। ভারতে জরুরি ভিত্তিতে কিছু মানুষকে টিকা দেয়া হচ্ছে। 

কবে নাগাদ সেরাম ইন্সটিটিউট থেকে ভ্যাকসিন আসতে পারে, এ পশ্নের উত্তের পররাষ্ট্রমন্ত্রী বলেন-

‘স্বাস্থ্যমন্ত্রী যেহেতু এই মাসের শেষ নাগাদের কথা বলেছেন, এই মাসেই আসবে। ভারত চুক্তির বাইরে যাবে না।’ 


অন্য কোনো জায়গা থেকে ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন,

‘আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি।’

এর আগে সচিবালয়ে সাংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার করোনা ভ্যাকসিন রপ্তানিতে দেশটির নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না। আশাকরা হচ্ছে সমাধান মিলবে। এবং সময় মতোই চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পাওয়া যাবে।

 

 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত