বিশ্বব্যাপী কোরনা সংক্রমণে মৃত্যু কমেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বব্যাপী কোরনা সংক্রমণে মৃত্যু কমেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার তার সাপ্তাহিক বুলেটিনে জানিয়েছে, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিশ্বব্যাপী ২.৭ মিলিয়নেরও বেশি লোকের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে প্রায় ১৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। বিশ্ব সংস্থাটি বলেছে, এ সময়ে সংক্রমণ ৯ শতাংশ হ্রাস পেয়েছে এবং মৃত্যু ১ শতাংশের ও কম বৃদ্ধি পেয়েছে।
সংস্থার কোভিড-১৯ সাপ্তাহিক এপিডেমিওলজিকাল আপডেট অনুসারে, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সংস্থায় মোট ২,৭৫৪,৪৪৫ জন আক্রান্ত হয়েছে এবং ১২,৯২৩ জনের মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে নথিভুক্ত করা নতুন সংক্রমণের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে জাপানে (১,০২৫,৩২১) তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র (৪১৫,৮৬৪), দক্ষিণ কোরিয়া (২৮৬,২৯১), অস্ট্রেলিয়া (১৯১,৭৫০) এবং চীন (১৯০,৪৫১)। এ সময়ে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু যুক্তরাষ্ট্রে (৩,৯২২) তারপরে জাপান (২,৮৪৯), চীন (৮০২), অস্ট্রেলিয়া (৭৪২) এবং ফ্রান্স।
২-৮ জানুয়ারি পূর্ববর্তী সাত দিনের তুলনায় পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় সংক্রমণ (৬ শতাংশ পর্যন্ত) বৃদ্ধি পেয়েছে। তবে সংক্রমণ কমেছে আফ্রিকায় (৪০ শতাংশের নিচে), ইউরোপে (৩৫ শতাংশের নিচে), দক্ষিণ-পূর্ব এশিয়ায় (১৭ শতাংশের নিচে) এবং আমেরিকায় (১২ শতাংশের নিচে)।
নতুন সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে ইউরোপে (৪০ শতাংশের নীচে) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় (১৩ শতাংশের নীচে), বৃদ্ধি পেয়েছে পশ্চিম প্যাসিফিক (৪৩ শতাংশের উপরে), আমেরিকা (১০ শতাংশের উপরে) এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে (৯ শতাংশ)।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক, ছড়াচ্ছে ভ্যাকসিনেটরাও
- করোনাভাইরাস
দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত চট্টগ্রামের ফিল্ড হাসপাতালগুলো - পুরোপুরি না সেরেই হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাকে একদম ভয় পাবেন না! - করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন
- মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার
- ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম, মোদিকে ট্যাগ দিয়ে অভিনেতার মৃত্যু
- করোনাভাইরাস
মহামারিগুলো সাধারণত কীভাবে শেষ হয়? - টিকাদান কর্মসূচি উদ্বোধন
যারা নিলেন করোনার প্রথম ভ্যাকসিন - ভ্যাকসিন পরীক্ষায় বাংলাদেশের কাছে টাকা চাইছে সিনোভ্যাক
- চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত