সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৭.৭২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

২০:৩৭, ২ আগস্ট ২০২২

৪৪৭

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৭.৭২ শতাংশ

 দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। আগের দিন এই রোগে ১ জন মারা গিয়েছিল। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৮৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৯৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭২ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৫ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮৭ জন। আগের দিন ৫ হাজার ৯৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৪৯ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৯০ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২০ জন। শনাক্তের হার ৬ দশমিক ৭৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩০ শতাংশ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত