সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় আরও ৫৪০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ২৩ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:২৫, ১৩ জুন ২০২২

আপডেট: ১১:২৬, ১৩ জুন ২০২২

৫১২

করোনায় আরও ৫৪০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ২৩ হাজার

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে সাড়ে পাঁচশোর নিচে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সোয়া তিন লাখ মানুষ।

সোমবার (১৩ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় চারশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৩১ হাজার ৪৩০ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৩৯৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৬০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪ লাখ ৮৭ হাজার ৯৫০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে কারও মৃত্যু না হলেও ৭৯ হাজার ৩৯৭ জন আক্রান্ত হয়েছেন। তাইওয়ানে মারা গেছেন ১৬৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৬৫৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৯২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৮৪ জন এবং মারা গেছেন ১৯ জন। উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭০ জন এবং মারা গেছেন ১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৮২ জন এবং মারা গেছেন ২০ জন।

এ ছাড়া জার্মানিতে আক্রান্ত ৩৫৯ জন এবং মৃত্যু ৩ জন। রাশিয়ায় মৃত্যু ৬৫ জন এবং আক্রান্ত ৩ হাজার ৪০৩ জন। ইতালিতে আক্রান্ত ১৮ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু ২৬ জন। জাপানে আক্রান্ত ১৪ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু ১৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ২০ হাজার ৮৬৫ জন এবং মৃত্যু ২৩ জন। থাইল্যান্ডে আক্রান্ত ২ হাজার ৪৭৪ জন এবং মৃত্যু ২০ জন। চিলিতে আক্রান্ত ১১ হাজার ৩৯ জন এবং মৃত্যু ১৯ জনের।

প্রতিবেশী দেশ ভারত গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯ হাজার ৯৮৭ জন আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত