শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেরেনা উইলিয়ামসের জীবনী নিয়ে আসছে তথ্যচিত্র

স্পোর্টস ডেস্ক

১৬:৫০, ১৭ এপ্রিল ২০২১

৬১৭

সেরেনা উইলিয়ামসের জীবনী নিয়ে আসছে তথ্যচিত্র

টেনিসে নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। ওপেন যুগে সেরেনা উইলিয়ামসন জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম। একক শিরোপা ইতিহাসে যা ওপেন জমানায় সর্বোচ্চ এবং মার্গাকেট কোর্টের (২৪) পর দ্বিতীয়। এমন কিংবদন্তীর জীবনী তাই পর্দায় ফুটিয়ে তুলতে চাইছে অ্যামাজন। 

সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে নিজের জীবনী গল্প তুলে ধরার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেনি এই টেনিস তারকা। যেখানে টেনিস জীবনের পাশপাশি থাকবে ব্যক্তিগত জীবনের কথাও। 

চুক্তির পর নিজের উচ্ছাস প্রকাশ করে সেরেনা লেখেন, ভক্তদের কাছে আমার নিজেকে নিয়েও অনেক গল্প বলার আছে। খুব শিগগিরই এই গল্পগুলো নিয়ে দর্শকের সামনে আসছি আমি। অ্যামাজন স্টুডিওর সাথে অংশীদার হতে পেরে আমি খুব উচ্ছ্বসিত।

তথ্যচিত্রটির প্রযোজনায় থাকছে প্লাম পিকচারস, গোলহ্যাঞ্জার ফিল্মস এবং অ্যামাজন স্টুডিও। এখনও এর নাম ঠিক করা হয়নি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank