শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিছিয়ে যাচ্ছে টোকিও অলিম্পিক!

স্পোর্টস ডেস্ক

১৮:৫৭, ১৪ জানুয়ারি ২০২১

আপডেট: ১৯:৫৪, ১৪ জানুয়ারি ২০২১

৬৭০

পিছিয়ে যাচ্ছে টোকিও অলিম্পিক!

জাপানের এক মন্ত্রীর বক্তব্যের পর নির্ধারিত সময়ে অলিম্পিক আয়োজন নিয়ে শংকা তৈরি হয়েছে। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় দেশটিকে প্রস্তত থাকতে বলেছেন প্রশাসনিক ও আইন সংস্কার মন্ত্রী টারো কোনো।

জাপানের দুটি নিউজ এজেন্সি সম্প্রতি একটি জরিপ পরিচালনা করে। এতে উঠে আসে, অধিকাংশ জাপানী অলিম্পিক আয়োজনের পক্ষে নন। তারা চান, করোনা পরিস্থিতিকে অধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বৃহত্তম ক্রীড়ার আসরটি পিছিয়ে যাক অথবা বাতিল ঘোষণা করা হোক।

২০২০ সালে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারি পরিস্থিতিতে এ আয়োজন পিছিয়ে দেয়া হয়। ২০২১ সালের ২৩ জুলাই থেকে ক্রীড়াযজ্ঞ আয়োজনের নতুন তারিখ দিয়েছিল অলিম্পিক কমিটি।

জাপানের সাম্প্রতিক অবস্থা বলছে এ আয়োজন আরেক দফা স্থগিত করা হতে পারে। করোনা বিস্তার রোধে আগেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। বুধবার (১৩ জানুয়ারি) জরুরি অবস্থাকে আরও কঠোর করা হয়েছে। 

অলিম্পিক গেমসকে ঘিরে ইতিমধ্যে প্রায় ১৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে জাপান। মিডিয়া স্বত্ব, স্পন্সর ও পর্যটনকে কেন্দ্র করে যে আয় হবে তা হাতছাড়া করতে চান না প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। অন্য সরকারি কর্মকর্তার সঙ্গে তিনি বলছেন, সিদ্ধান্ত দিনশেষে নির্ভর করছে আয়োজকদের উপর। তাই আমরা এখনই হাল ছাড়ছি না।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank