শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জুটি বাঁধলেন দেশসেরা তীরন্দাজ রোমান-দিয়া

স্পোর্টস ডেস্ক

২২:৪৭, ৫ জুলাই ২০২৩

৬৭৬

জুটি বাঁধলেন দেশসেরা তীরন্দাজ রোমান-দিয়া

খেলার মাঠের পর এবার সংসার জীবনে জুটি বাঁধলেন দেশসেরা তীরন্দাজ রোমান সানা ও দিয়া সিদ্দিকী। বুধবার নীলফামারীর একটি কমিউনিটি সেন্টারে উভয় পরিবারের সদস্য ও আর্চারি ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশে আর্চারির নাম বললেই যাদের কথা চলে আসে তারা হলেন খুলনা জেলার রূপসা উপজেলার জয়পুর পূর্ব রূপসা গ্রামের রোমান সানা ও নীলফামারী সদর উপজেলার সাংবাদিক নুর আলমের কন্যা দিয়া সিদ্দিকী। এরা দুজনেই দেশ ও দেশের বাহিরে খেলে একাধিকবার সফল তীরন্দাজ হয়েছেন। বয়ে এনেছেন দেশের সুনাম।

এদিকে বেশ কিছুদিন ধরে ক্রীড়াঙ্গনে গুঞ্জন চলছিল রোমান ও দিয়ার বিয়ের বিষয়টি। দিয়া সম্প্রতি নিজেও বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। সেটি বুধবার দুপুরে বাস্তবে রূপ নিল। 

এছাড়া বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি আনিছুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজিব আহমেদ চপ্পল, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরণ, কোচ মাট্রিন ফেডথরিথ, টেইনার ফারুক ডালিসহ আর্চারি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank