শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসিকে প্রশংসায় ভাসালেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক

১৯:৩৮, ১৪ এপ্রিল ২০২৩

৫৮০

মেসিকে প্রশংসায় ভাসালেন ফেদেরার

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘টাইম’ এর সবচেয়ে প্রভাবশালী একশ ব্যক্তির তালিকায় জায়গাও করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন টেনিস জগতের সর্বকালের অন্যতম সেরা তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

গেল বছর টেনিস থেকে অবসর নেয়া ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেদেরার, ‘মেসির গোল সংখ্যার রেকর্ড ও শিরোপা জয় নতুনভাবে হিসাবের কিছু নেই। দীর্ঘদিন ধরে ৩৫ বছর বয়সী মেসির গ্রেটনেস ধরে রাখাটা আমার কাছে সবচেয়ে অবাক করেছে। এটা অর্জন করা কঠিন এবং ধরে রাখাও কঠিন। তার জাদুকরি ড্রিবলিং, দর্শনীয় পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই বুঝে ফেলার ক্ষমতা দুর্দান্ত।’

গেল বছর মেসি ম্যাজিকে ফুটবল বিশ^কাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ^কাপ জয়ের খড়া কাটাতে পারে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিশ^কাপ জয় নিয়ে ফেদেরার বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েন্স আয়ার্সের রাস্তায় লাখ লাখ মানুষের আনন্দ উদযাপন করা খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। সারা বিশ্বই সেটি দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝতে পেরেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কত বেশি।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank