স্কুল হ্যান্ডবলের ফাইনাল কাল
স্কুল হ্যান্ডবলের ফাইনাল কাল
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল আগামীকাল পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় বালক বিভাগের ফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে সেন্ট গ্রেগরী হাই স্কুলের বিপক্ষে। এর আগে সকাল সাড়ে দশটায় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে সানিডেল স্কুল ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
দুপুর দেড়টায় বালিকা বিভাগের ফাইনালে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজের মোকাবেলা করবে সানিডেল স্কুল। আর দুপুর ১২টায় শহীদ বীরউত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ও কদমতলা পুর্ব বাসাবো স্কুলের মধ্যে অনুষ্ঠিত হবে স্থান নির্ধারনী ম্যাচ।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।
এদিকে আজ অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৮-২৫ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে এবং ২য় সেমিফাইনালে সেন্ট গ্রেগরী হাই স্কুল ২৬-২৩ গোলে সানিডেল স্কুলকে পরাজিত করেছে।
বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ২১-০২ গোলে কদমতলা পুর্ব বাসাবো স্কুলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে সানিডেল স্কুল ১৬-১২ গোলে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
এবারের টুর্নামেন্টে ঢাকা মহানগরীর সর্বমোট ৪০টি দল অংশ গ্রহন করেছে। যার মধ্যে ছিল বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে ১৮টি দল।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান