শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পারলেন না মাবিয়া

স্পোর্টস ডেস্ক

২১:৪৯, ১ আগস্ট ২০২২

৭৬৬

পারলেন না মাবিয়া

কমনওয়েলথ গেমসে পদকের দেখা পেলেন না দেশ সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আশা পুরণে ব্যর্থ, এমনকি স্ন্যাচেও নিজের সেরা ওজন উঠাতে ব্যর্থ হয়েছেন এই নারী ভারোত্তোলক। 

সোমবার বার্মিংহামের ন্যাশনাল এক্সিভিশন সেন্টারের এক নম্বর হলে স্ন্যাচে ৭৮ কেজি তোলেন মাবিয়া। ৬৪ কেজি ওজন শ্রেণীতে তার সেরা ৮০ কেজি। তবে ক্লিন এন্ড জার্কে নিজের সেরাটা ধরে রেখেছেন এসএ গেমসে জোড়া স্বর্ণ জয়ী এই ভারোত্তোলক। ক্লিন এন্ড জার্কে ১০৩ কেজি উঠিয়েছেন তিনি। 

সবমিলিয়ে ১৮১ কেজি ওজন তুলে আসরের ১২ ভারোত্তোলকের  মধ্যে ৫ম হয়েছেন মাবিয়া। এর আগে সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ১৮৩ কেজি তুলেছিলেন দেশ সেরা এই ভারোত্তোলক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank