শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারও আটক জোকোভিচ, আপিল শুনানি রবিবার

স্পোর্টস ডেস্ক

১২:৩২, ১৫ জানুয়ারি ২০২২

৬২১

আবারও আটক জোকোভিচ, আপিল শুনানি রবিবার

টেনিস তারকা নোভাক জোকোভিচকে শনিবার (১৫ জানুয়ারি) আটক করে একটি `গোপন স্থানে` নেওয়া হয়েছে
টেনিস তারকা নোভাক জোকোভিচকে শনিবার (১৫ জানুয়ারি) আটক করে একটি `গোপন স্থানে` নেওয়া হয়েছে

টেনিস তারকা নোভাক জোকোভিচকে শনিবার (১৫ জানুয়ারি) আটক করে একটি 'গোপন স্থানে' নেওয়া হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় দ্বিতীয়বারের মতো আদালতে তার ভিসা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি হওয়া পর্যন্ত তাকে আটক রাখা হবে। তিনি অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কর্মকর্তাদের তত্ত্বাবধানে আছেন।

গতকাল গভীর রাতে ফেডারেল সার্কিট অ্যান্ড ফ্যামিলি কোর্টের বিচারক অ্যান্টনি কেলির সামনে শুনানিতে জোকোভিচের আইনজীবী নিক উড বলেছিলেন, জোকোভিচকে নিয়ে একটি 'মিডিয়া সার্কাস' তৈরি হয়েছে। এটি এড়াতে জোকোভিচকে 'গোপন স্থানে' রাখার অনুরোধ করেছিলেন তিনি।

শনিবার ও রবিবার অস্ট্রেলিয়ার আদালত বন্ধ থাকে। সোমবার থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তাই এই ছুটির ২ দিনের মধ্যেই জোকোভিচের ভিসা বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য বিশেষ বিবেচনায় ছুটির ২ দিনও জোকোভিচের আপিলের কার্যক্রম চলছে।

গতকাল রাতে আদালতের শুনানিতে জোকোভিচের আইনজীবী নিক উড বলেন, 'পুরুষদের টেনিস বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের জন্য এখন প্রতিটি মিনিট অত্যন্ত মূল্যবান।'

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে জোকোভিচের মামলার সংক্ষিপ্ত শুনানি হয়। সেখানে আইনজীবী বলেন, 'রবিবার সময়মতো বিষয়টি শেষ করতে কোনো সমস্যা হবে না।'

জোকোভিচের আইনজীবীদের আজ শনিবার দুপুরের মধ্যে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং সরকারকে সময় দিয়েছেন রাত ১০টা পর্যন্ত।

অস্ট্রেলিয়ান সরকার আদালতে সম্মত হয়েছে যে, রায় না হওয়া পর্যন্ত জোকোভিচকে ফেরত পাঠানো হবে না।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank