এশিয়ান আর্চারিতে সোনার স্বপ্নপূরণ হলো না
এশিয়ান আর্চারিতে সোনার স্বপ্নপূরণ হলো না
দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টির আশায় ছিলেন আর্চার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকি। ফাইনালে উঠে স্বপ্ন দেখছিলেন আর্চারিতে দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয়ের। তাদের সাথে স্বপ্ন দেখছিলেন দেশের আর্চারিপ্রেমিরাও। কেননা এশিয়ান আরচারি চ্যাম্পিনশীপে প্রথমবারের মত ফাইনালে উঠেছে বাংলাদেশ।
কিন্তু শেষ পর্যন্ত অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়ার কাছে হেরে আর স্বর্ণ পরশ পাওয়া হয়নি বাংলাদেশের। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপের সমাপনী দিনের তৃতীয় ইভেন্ট রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি ১-৫ সেটে হেরে গেছেন কোরিয়ার রিও সু জাং- লী সিউংইউন জুটির কাছে।
এর আগে গত মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বাংলাদেশের রুবেল- দিয়া জুটি ৫/৪ সেট পয়েন্টে ভারতের অঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে।
ইতিহাস গড়ার আগে আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশের দুই আরচারই।
শিষ্যরা স্বর্ন জয় করতে না পারলেও অখুশি নন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ। দীর্ঘ দিন দলের সাথে কাজ করা মার্টিন বলেন, ‘আমি ওদের পারফরম্যান্সে খুশি। ওরা সবাই ভালো খেলেছে। এখানে আমরা হয়তো সোনা জিততে পারিনি। কিন্তু আমরা তো রূপা জিতেছি।’
প্রথম দুই সেট পিছিয়ে পড়ে শুধু শেষ সেট প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার আর্চাররা অভিজ্ঞতার কাছেই এগিয়ে ছিল বলে মত কোচের, ‘এটা আসলে ফাইনালের মঞ্চ। এখানে পারফর্ম করতে আরও সময় লাগবে ওদের। তবে শেষ সেট কিন্তু ওরা বেশ ভালো তির ছুঁড়েছে।’
গত ১৮ বছরে এবারই প্রথম বাংলাদেশ এশিয়ান আর্চারিতে পদক জিতেছে। গত পরশু পুরুষ রিকার্ভ দলগত ও মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে। এরপর আজ মিশ্র দ্বৈতে রুপা। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্সে খুশি দিয়া বলেন ‘ এখানে পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। ফাইনালেও আমরা চেষ্টা করেছি ভালো খেলার।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান