শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টোকিও অলিম্পিক: দ্বিতীয় পদক জিতলো সবচেয়ে ছোট দেশ

স্পোর্টস ডেস্ক

১৩:৫৮, ৩১ জুলাই ২০২১

৬১২

টোকিও অলিম্পিক: দ্বিতীয় পদক জিতলো সবচেয়ে ছোট দেশ

টোকিও অলিম্পিকে আরও একটি পদক নিশ্চিত করলো ইউরোপের ক্ষুদ্র দেশ সান মারিনো। ২৪ ঘন্টা আগেই সবচেয়ে ছোট দেশ হিসেবে প্রথম পদক নিশ্চিত করেছিল ইতালির ভূখণ্ড বেষ্টিত দেশটি।

শুটিংয়ের মিক্সড টিম ট্রাপে স্পেনের ফাতিমা গালভেজ এবং আলবার্তো ফার্নান্দেজের কাছে হেরে রৌপ্য জিতেছেন সান মারিনোর আলেসান্দ্রা পেরেল্লি এবং জিয়ান মার্কো বের্তি। এই ইভেন্টটি প্রথমবারের মতো আয়োজিত হয়েছে অলিম্পিকে। 

শেষ দুই শটে টাই করার সুযোগ পেয়েছিল সান মারিনো। কিন্তু পেরেল্লি হিট করতে পারলেও মার্কো তা পারেননি।

এর আগে নারীদের একক শুটিংয়ে ব্রোঞ্জ পদক জেতেন আলেসান্দ্রা পেরেল্লি যা ছিল ৪ বর্গ মাইল ও ৩৪ হাজার জনসংখ্যার সান মারিনোর প্রথম অলিম্পিক পদক। 

আয়তনে ক্ষুদ্র ও জনসংখ্যা কম হলেও সেই ১৯৬০ সাল থেকেই অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশটি। তবে এতদিন তাদের পদক জেতার স্বাদ পাওয়া হয়নি।

টোকিও অলিম্পিকে পদক জেতানো পেরেল্লিই এর আগে ২০১২ লন্ডন গেমসে সান মারিনোর ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের যেকোনো ইভেন্টে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন। অবশেষে ১৪টি আসর পেরিয়ে ইতালির ভূখণ্ড বেষ্টিত ক্ষুদ্র দেশটিকে পদক পাইয়ে দেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank