শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রি-কোয়ার্টারে রোমান সানার বিদায়

স্পোর্টস ডেস্ক

১১:৫৫, ২৭ জুলাই ২০২১

৫২৬

প্রি-কোয়ার্টারে রোমান সানার বিদায়

অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করে স্বপ্ন দেখিয়েছিলেন রোমান সানা। র‌্যাংকিং রাউন্ডে দুর্দান্ত করে ও প্রথম রাউন্ড জিতে বড় করেছেন সে স্বপ্নের পরিধি। তবে বেশিদূত যেতে পারলেন না, প্রি-কোয়ার্টারেই থামলেন রোমান।

মঙ্গলবার (২৭ জুলাই) গেমসের চতুর্থ দিনে প্রি-কোয়ার্টারে কানাডার  ক্রিসপিন ডুনাসের বিপক্ষে লড়েন ২৬ বছর বয়সী রোমান। সেখানে ৬-৪ সেটে হারেন বাংলাদেশের এই তীরন্দাজ।

প্রথম সেট শেষে এগিয়ে ছিলেন রোমান। পরের দুই সেটে এগিয়ে যান ডানাস। চতুর্থ সেটে আবার সমতা আনেন রোমান। কিন্তু শেষ পর্যন্ত ৬-৪৩ ব্যবধানে বিদায় নেন তিনি।

ছেলেদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৬২ স্কোর তুলেছিলেন রোমান। ৬৪ প্রতিযোগীর মধ্যে হন ১৭তম।

রোমানের পর বাংলাদেশের আরেক আর্চার দিয়া সিদ্দিকী সামনে ব্যক্তিগত ইভেন্টে লড়বেন। গত শুক্রবার মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে নিজের সেরা স্কোর টপকে গেছেন দিয়া।

মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ স্কোর তুলেছেন দিয়া। ৬৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৩৬তম।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank