নাটকীয় শেষ দিনে লা লিগা অ্যাতলেটিকো মাদ্রিদের
নাটকীয় শেষ দিনে লা লিগা অ্যাতলেটিকো মাদ্রিদের
এবারের লা লিগার শিরোপা মাদ্রিদেই যাবে এটা নিশ্চিত ছিল। তবে সেটা রিয়াল মাদ্রিদ না অ্যাতলেটিকো মাদ্রিদ সেটাই ছিল দেখার বিষয়। টান টান উত্তেজনার এবারের মৌসুম শিরোপা নির্ধারণের জন্য গড়ায় শেষ দিনে। এদিন রিয়াল ভালোদোলিদকে হারিয়ে সাতবছর পর লা লিগা জিতেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
লিগের ৩৭ ম্যাচ পর ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। ৮১ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছিল রিয়াল। এমন অবস্থায় নিজেদের ম্যাচটি জিতলেই হয়েছিল অ্যাতলেটিকোর।
অ্যাতলেটিকো ম্যাচটি জিতেছে, রিয়ালও তাদের ম্যাচটি জিতেছে। কিন্তু দুই ম্যাচই ছিল নাটকিয়তায় ঠাসা। দুই দলই ম্যাচের শুরুতে গোল হজম করে বসে। ১৮ মিনিটে অস্কার প্লানোর গোলে গোলে পিছিয়ে যায় অ্যাতলেটিকো। অন্য ম্যাচে ২০ মিনিটের মাথায় রিয়ালকে হতাশায় ফেলেন ভিয়ারিয়ালের ইয়ারেমি পিনো।
অবশ্যই জিততে হবে এমন অবস্থায় চাপের মুখে প্রথমার্ধে গোছালো ফুটবল খেলতে পারেনি উভয় দল। প্রথম ভাগ শেষ হয় পিছিয়ে থেকেই। তবে দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে অ্যাতলেটিকো শিবিরে স্বস্তি ফেরান অ্যাঞ্জেলে কোরেয়া। বাঁ পাশ থেকে আক্রমণে উঠে তার দিকে বল বাড়ান কারেসকো। বল পেয়ে খানিকটা কাটিয়েই ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন।
তার ঠিক দশ মিনিট পরই অ্যাতলেটিকোর শিরোপা নিশ্চিত করেন লুইস সুয়ারেজ। ভালোদোলিদের মাঝমাঠের ভুলে বল ফাঁকায় পেয়ে যান এই উরুগুয়ান। বাঁ পাশে দারুণ শটে জালের বাঁপাশ দিয়ে বল যায় ঠিকানায়।
এটি লা লিগায় লুইস সুয়ারেজের ২১ তম গোল। সুয়ারেজের এই গোল দেখে আক্ষেপেই পুড়তে পারে বার্সেলোনা। সে সাথে অ্যাতলেটিকোর কাছে স্ট্রাইকার বিক্রি না করার পণও করতে পারে। কেননা সর্বশেষ দলটি শিরোপা জিতেছে বার্সা থেকে ডেভিড ভিয়াকে নেয়ার পরই।
অন্যদিকে শেষ মুহুর্তে ম্যাচ জিতেও হাসতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৮৭ মিনিটে করিম বেনজেমা ও ৯২ মিনিটে লুকা মডরিচের গোলে ম্যাচ জিতলেও লা লিগা যে অধরাই রয়ে যায়। এছাড়া মৌসুমে কোন শিরোপা না জেতার হতাশা তো ছিলই।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান