সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসিকে ধরে রাখতে বার্সার জোড়া পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক

১১:৩৫, ২৪ এপ্রিল ২০২১

৬১৪

মেসিকে ধরে রাখতে বার্সার জোড়া পরিকল্পনা

গেটাফে কোচ মার্ক চুচুরেলা জানিয়েছিলেন তিনি কীভাবে বার্সেলোনার মতো বড় ক্লাবকে আটকাতে চান। সে অনুযায়ী রেলিগেশন অঞ্চল থেকে মাত্র চার পয়েন্ট দূরে থাকা দলটি তাই পাঁচজন ডিফেন্ডার নিয়ে মাঠে নামে। 

কিন্তু সম্ভবত গেটাফে কোচ মেসিকে নিজের হিসেবে নিকেশ থেকে বাদ দিয়েছিলেন। কারণ সে রাতে একাই প্রতিপক্ষকে ধ্বংস করে দেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। মৌসুমে শুধু লা লিগায় মেসির গোলসংখ্যা ২৩ এবং অ্যাসিস্ট আটটিতে। এমন স্ট্রাইকারকে সবাই নিশ্চয়ই  ধরে রাখতে চাইবে। আর তেমনটাই করছেন কাতালান দলটির সভাপতি জোয়ান লাপোর্তা। 

ইএসপিএন এর প্রতিবেদন মতে, মেসিকে বার্সায় রাখতে দুটি বিষয় সামনে রাখছেন লাপোর্তা। এক, তার বেতন কমিয়ে তিন বছরের চুক্তির প্রস্তাব দেয়া এবং একই সাথে আরলিং হালান্ড বা নেইমার জুনিয়রের মতো তারকা দলে ভেড়ানো। 

ফুটবলিয় দৃষ্টিকোন থেকে হালান্ডের মতো ভবিষ্যত তারকাকেই দলে নেয়া কাতালানদের জন্য আদর্শ হবে। মেসিকে ধরে রাখার পাশপাশি পুরো মৌসুমে বার্সাকে ভোগানো আক্রমণভাগের সমস্যাও দূর হবে। তবে নরওয়েজিয়ান তারকাকে দলে নেয়া সহজ হবে না। তার ট্রান্সফার ফিতে বেশ কয়েকজন তারকা বিক্রি করে টাকা জোগাতে হবে। 

এছাড়া একই পজিশনের জন্য মেমফিস ডিপে ও সার্জিও আগুয়েরোর মতো কয়েকজন তারকার দিকে নজর রাখছে বার্সা যাদের চুক্তির মেয়াদ শেষে হবে আগামী জুনে। তাদের দলে নেয়া অনেকটাই সহজ হবে। কেননা ডিপে আগেই বার্সায় আসার আগ্রহ দেখিয়েছেন তার আগুয়েরো তার বন্ধু মেসির সাথে খেলতে চাইবেন। 

যদি নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন তবে বার্সার ইতিহাসে ব্যাবস্থাপনার এক অনন্য উদাহরণ হয়ে থাকবেন লাপোর্তা। জোসেফ বার্তামেউর তৈরি সংকটও অনেকটা কাটিয়ে উঠবে কাতালানরা।  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank