সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুপার লিগ ছাড়লো ছয় ইংলিশ ক্লাব

স্পোর্টস ডেস্ক

১০:৫৯, ২১ এপ্রিল ২০২১

আপডেট: ১২:৪৩, ২১ এপ্রিল ২০২১

৫৪৮

সুপার লিগ ছাড়লো ছয় ইংলিশ ক্লাব

নবগঠিত ইউরোপিয়ান সুগার লিগ গঠনের পরের দিন সাক্ষাৎকারে গলা ফাটিয়েছেন সভাপতি ফ্লোরেন্তিতো পেরেজ। রাতেও আরেক জায়গায় সাক্ষাৎকার দেয়ার কথা ছিল। কিন্তু এরমধ্যেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বেঁকে বসায় বসতে হয় জরুরি বৈঠকে। 

কিন্তু কিছুতেই কাজ হয়নি। সমর্থকদের চাপে একরকম বাধ্য হয়েই সুপার লিগ ছাড়তে হয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম ও লিভারপুল। যে সমর্থকদের জন্যই খেলা তাদের উপক্ষা করতে পারেনি ক্লাবগুলো। ফলে গঠনের ৪৮ ঘন্টা না যেতেই ভাঙার পথে সুপার লিগ। 

সুপার লিগ ঘোষণার পরপরই এর প্রতিবাদ জানাতে থাকে কোচ ও ফুটবলাররা। তখনও আসলে কিছু আঁচ করা যায়নি। কিন্তু সময় গড়াতেই করোনার তোয়াক্কা না করে লিভারপুলের অ্যানফিল্ডে জড়ো হতে তাকে হাজার হাজার সমর্থক। আস্তে আস্তে অন্য ক্লাবগুলোর সামনেও জড়ো হতে থাকে মানুষ। 

তবে সবচেয়ে ব্যতিক্রমী ভূমিকা নেন লিভারপুল অধিনায়ক হেন্ডারসন। আলাদা করে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অধিনয়াকের সাথে আলোচনা করে জানান, এমন সিদ্ধান্ত মেনে নেয়া যায় না। তার কিছুক্ষণ পরেই সুপার লিগ ছাড়ার ঘোষণা করে ম্যানচেস্টার সিটি। এরপর একে একে লিভারপুল,আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহামও নিজেদের সিদ্ধান্তের কথা জানায়।

এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে অনেকটা ভাঙার পথেই আছে সুপার লিগ। কেননা বার্সেলোনাও সুপার লিগ থেকে সরে আসতে বোর্ড মিটিং ডেকেছে। কাতালানলা সরলে বাকি থাকবে কেবল রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank