সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন আগুয়েরো

স্পোর্টস করেসপন্ডেন্ট

১০:১৫, ৩০ মার্চ ২০২১

৫৫৭

মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন আগুয়েরো

আগামী গ্রীষ্মেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সার্জিও আগুয়েরো।
আগামী গ্রীষ্মেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সার্জিও আগুয়েরো।

আগামী গ্রীষ্মেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সার্জিও আগুয়েরো। মঙ্গলবার (৩০ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। 

আগামী জুনে শেষ হবে সিটির সাথে ৩২ বছর বয়সী আগুয়েরোর চুক্তির মেয়াদ। এর মাধ্যমে ইতি টানবে ১০ বছরের সম্পর্কের। 

২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে আগুয়েরোকে দলে নেয় সিটিজেনরা৷ তারপর থেকে ক্লাবটির উত্থানের সাক্ষী হয়ে আছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

২০১২-১৩ মৌসুমে কুইন্স পার্ক রেন্জার্সের বিপক্ষে করা তার ৯৩ মিনিটের গোলেই প্রথমবার প্রিমিয়ার লিগের স্বাদ পায় সিটি। তারপর একে একে ক্লাবকে এনে দিয়েছেন আরও তিন লিগ টাইটেল, একটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ ও তিনটি কমিউনিটি শিল্ড। 

এই ১০ বছরে ইতিহাদের জার্সি পরে ৩৮৪ ম্যাচ মাঠে নেমে আগুয়েরোর গোলসংখ্যা ২৫৭। তারমাঝে প্রিমিয়ার লিগেই আছে ১৮১ টি। তার উপর কেবল আছেন অ্যালন শেয়ারের (২৬০), ওয়েইন রুনি (২০৮) ও অ্যান্ডি কোল (১৮৭)। যারা এখন নিজেদের অবস্থান নিরাপদ ভাবতে পারেন। 

ক্লাব ছাড়লেও কিংবদন্তি হিসেবে স্মরণ করা হবে তাকে। ইতিহাদ স্টেডিয়ামের বাইরে ভিনসেন্ট কোম্পানি, ডেভিড সিলভার মতো আগুয়েরোর ভাস্কর্য বানানোর ঘোষণাও দিয়েছে ম্যানচেস্টার সিটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank