সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাত বছর পর শেষ আটে চেলসি, সঙ্গী বায়ার্নও

স্পোর্টস করেসপন্ডেন্ট

১০:২৪, ১৮ মার্চ ২০২১

আপডেট: ১০:২৫, ১৮ মার্চ ২০২১

৯৪৫

সাত বছর পর শেষ আটে চেলসি, সঙ্গী বায়ার্নও

কোয়ার্টার ফাইনালে যেতে লুইস সুয়ারেজের উপর ভরসা রেখছিলেন অ্যতলেটিকো কোচ সিমিওনে। চেলসির বিপক্ষে সে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই উরুগুয়ান। অন্য ম্যাচে লাৎসিওকে সহজে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। দুই লেগ মিলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সাত বছর পর চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে পা রাখলো দলটি। 

সে সাথে অক্ষুন্ন রেখেছে তাদের অপরাজিত যাত্রা। নতুন কোচ থমাস টুখেলের হাত ধরে ১৩ ম্যাচ খেলে এখনও হারেনি চেলসি। অ্যাতলেটিকোর বিপক্ষে দুইবার, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের বিপক্ষে একবার করে মাঠে নামলেও কোন গোল হজম করেনি। 

ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ৩৪ মিনিটে তিন ফুটবালেরর সমন্বয়ে গোল পেয়ে যায় স্বাগতিকরা। মিডফিল্ডার কাই হাভার্টজ বল বাড়ান স্বদেশী টিমো ওয়েগনারের কাছে। বাঁ দিক থেকে আক্রমণে উঠে পাস দেন জিয়াশকে। নিখুঁত শটে বল জালে জড়ান মরক্কোর মিডফিল্ডার। 

আর ম্যাচের শেষ দিকে চেলসির জয় নিশ্চিত করেন বদলি নামা এমেরসম। মাঠে নামার পর এটাই ছিল ইতালিয়ান  স্ট্রাইকারের বলে প্রথম ছোঁয়া। 

অন্য ম্যাচে ঘরের মাঠে চেনা ছন্দে না থাকলেও লাৎসিওকে ২-১ ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলে ৬-২ এ এগিয়ে শেষ আটে পা রাখে জার্মান জায়ান্টরা। 

ম্যাচের ২০ মিনিটেই স্কোরলাইন ১-১ হতে পারতো। তবে বায়ার্নের লেরয় সানে ও লাৎসিওর সাবিচ সো সুযোগ নষ্ট করেন। ৩৩ মিনিটে গোল পেয়ে যায় স্বাগতিকরা। গোয়েটসা ফাউল হওয়ায় পাওয়া পেনাল্টি থেকে গোল আদায় করে নেন লেভানডস্কি। 

৭৩ মিনিটেই স্কোরলাইন ব্যবধান বাড়ান একটু আগে লেভানডস্কির বদলি নামা চুপো-মোটিং। ডেভিড আলাবার পাস ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে গোলরক্ষককে ফাঁকি দেন তিনি।

৮২তম মিনিটে লাৎসিওর হয়ে ব্যবধান কমান দ্বিতীয়ার্ধে বদলি নামা পারোলো। ফ্রি কিকে কাছ থেকে হেডে বল জালে পাঠান এই ইতালিয়ান মিডফিল্ডার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank