২০২৬ বিশ্বকাপ খেলতে চান সার্জিও রামোস
২০২৬ বিশ্বকাপ খেলতে চান সার্জিও রামোস
এক সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছের কথা জানিয়েছেন সার্জিও রামোস। |
বয়স ৩৪ হলেও রিয়াল মাদ্রিদের রক্ষণ সামলে যাচ্ছেন টগবগে তরুণের মতই। মাঠে সার্জিও রামোসের দাপুটে ফুটবল দেখলে বোঝারই উপায় নেই ক্লাব ক্যারিয়ারে কাটিয়ে দিয়েছেন ১৭ বছর। যে বয়সে অনেক ফুটবলারই দেখেন নিজের গোধূলিলগ্ন, সেখানে লস ব্লাঙ্কোসদের অধিনায়ক বলছেন ২০২৬ বিশ্বকাপও খেলতে পারেন তিনি।
সম্প্রতি স্প্যানিশ ইউটিউবার ইবাই লানোসকে সাক্ষাৎকার দিয়েছেন সার্জিও রামোস। সেখানে ৩০ বছর পরই ফুটবলারের শেষ সময়ের বিষয়ে নিজের আপত্তি জানান স্প্যানিশ তারকা।
রামোস বলেন, ফুটবলারদের শরীর চর্চার বিষয় আরও উন্নত হয়েছে। আমার বয়স ৩৪ হলেও নিজেকে আগের চেয়ে শক্তিশালী, গতিশীল ও অভিজ্ঞ বলে মনে হয়। যদি আগে ভাগেই অবসর নেই তবে সে কারণ হবে মানসিক। আমি বিশ্বাস করি ২০২৬ বিশ্বকাপও খেলতে পারবো।
বয়স প্রসঙ্গে রামোস আরও বলেন, সান্তিয়াগো বার্নাব্যু (রিয়াল মাদ্রিদ) বিশ্বাস করে বুড়ো বা তরুণ ফুটবলার বলে কিছু নেই। আছে ভালো ও মন্দ ফুটবলার। শরীর যদি সহায়তা করে আর ইনজুরিতে না ভুগি তাহলে যে কোন বয়সে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলা সম্ভব। আর আমি এর জন্য অনেক পরিশ্রম করি। আমি অনেক ভুল করি এবং প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করি।
২০২৬ সালে রামোসের বয়স হবে ৩৯। এ বয়সে আন্তর্জাতিক ফুটবল খেলা অবশ্য অবাক হওয়ার বিষয় নয়। ৪২ বছর বয়সে শীর্ষ পর্যায়ে খেলেছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ান লুইজি বুফন। সমান বয়সে এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান