রোনালদোর জন্য মাত্র ২৯ মিলিয়ন ইউরো চাইছে জুভেন্টাস!
রোনালদোর জন্য মাত্র ২৯ মিলিয়ন ইউরো চাইছে জুভেন্টাস!
রোনালদোর চড়া বেতনের কারণেই কম দামে বিক্রি করতে চাইছে জুভেন্টাস। ছবি: এপি |
কোন বিতর্ক ছাড়াই এই মুহুর্তে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। নিয়মিত গোলও করে যাচ্ছে এই পর্তুগীজ তারকা। তবে মৌসুমটা খুব একটা ভালো কাটছেনা তুরিনের বুড়িদের।
চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোতেই শেষ হয়েছে যাত্রা। যে অধরা শিরোপার আশায় রোনালদোকে দলে নেয়া সেটা তিন বছরেও হয়ে ওঠেনি। এদিকে 'নিজেদের সম্পদ' বানিয়ে ফেলা সিরি-আ ও এবার ফসকে যেতে পারে। তাই রোনালদোকে নাকি বিক্রি করতে চাই ইতালিয়ান জায়ান্টরা। তাও মাত্র ২৯ মিলিয়ন ইউরোতে! যাকে ২০১৮ সালে ১০০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল জুভেন্টাস।
জুভইএফসির এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। সাথে এও জানানো হয়, তাকে বিক্রির সিদ্ধান্ত পারফরম্যান্স বিচার করে নেয়া হয়নি। মূলত তার চড়া বেতনের জন্যই এমনটা করা হচ্ছে।
করোনার প্রায় সব ক্লাবই বড় অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে। জুভেন্টাসও করোনায় আর্থিক দৈন্যদশায় পড়েছে। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো যে বেতন নেন সে দিয়ে পরিশোধ করা যাবে আরও অন্তত ৬/৭ জন ফুটবলারের টাকা। নতুন ক্লাবও তাকে এমন বেতনে নিতে হবে। এ কারণে কম দামে সিআরসেভেনকে জুভেন্টাস ছাড়বে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
মাত্র ২৯ মিলিয়ন ইউরোতে রোনালদোকে অনেক দলই কিনতে পারবে। কিন্তু সাপ্তাহিক বেতন হিসেব করলে সামনে আসবে কেবল ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেই এর নাম। প্রতিবেদনের দাবি সত্যি হলে আগামী মৌসুমে হয়তো রোনালদোকে দেখা যেতে পারে ইংল্যান্ড বা ফ্রান্সে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান