সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোনালদোর পর বাদ পড়লেন মেসিও, কোয়ার্টারে পিএসজি-লিভারপুল

স্পোর্টস করেসপন্ডেন্ট

১০:২৯, ১১ মার্চ ২০২১

আপডেট: ১১:০১, ১১ মার্চ ২০২১

৪৭৩

রোনালদোর পর বাদ পড়লেন মেসিও, কোয়ার্টারে পিএসজি-লিভারপুল

চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে যেতে প্রত্যাবর্তনের ইতিহাস গড়তে হতো মেসিদের। নিজেদের জাল অক্ষত রেখে ৪ গোল দেয়া তো চাট্টিখানি কথা নয়। বার্সেলোনা সেটা পারলোনা। ১৬ বছরে প্রথমবারের মতো শেষ ষোলোতে বাদ পড়লেন মেসি-রোনালদা। তবে অন্য ম্যাচ জিতে শেষ আট ঠিকই নিশ্চিত করেছে লিভারপুল। 

বৃহস্পতিবার (১১ মার্চ) পিএসজির মাঠে ১-১ গোলে ড্র হয়েছে বার্সেলোনা-পিএসজি ম্যাচ। প্রথম লেগ মিলে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে পা রেখে মারিও পচেত্তিনো শিষ্যরা। 

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা বার্সা ম্যাচের শুরু থেকে গোছানো ফুটবল খেলা শুরু করে। ২০ মিনিটের মধ্যে জোড়া সুযোগও তৈরি করে। তবে  উসামেন দেম্বেলে আর সার্জিও ডেস্টের শট ঠেকান কেইলর নাভাস। পুরো ম্যাচেই বার্সাকে ভুগিয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক। 

স্রোতের বিপরতে গিয়ে ২৮ মিনিটে উল্টো গোল খেয়ে বসে বার্সেলোনা। ডি বক্সে মাউরো ইকার্দিকে ক্লেমো লেংলেট ফেলে দিলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে সহজেই বল জালে জড়ান প্রথম লেগে হ্যাট্রিক করা এমবাপে। 

গোল ব্যবধান বাড়ায় বার্সা সমথকদের মনে যখন হতাশা তখনই আশার আলো জ্বালেন লিওনেল মেসি। পেদ্রির বাড়ানো পাস ধরে আচমকা শটে কাতালানদের স্বস্তি দেন অধিনায়ক। বিরতির আগেই বাড়াতে পারতেন ব্যবধান। তবে গ্রিজম্যানের কল্যানে পাওয়া পেনাল্টি জালে জড়াতে পারেননি মেসি। 

দ্বিতীয়র্ধেও সহজ কিছু সুযোগ নষ্ট করে বার্সা। রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা পিএসজিও খুব একটা আক্রমণে যায়নি। ম্যাড়ম্যাড়ে অবস্থাতেই শুধু শেষ হয় ম্যাচ। 

অন্যদিকে আরবি লাইপজিগের বিপক্ষে সালাহ-মানের গোলে শেষ আটে পা রেখে প্রিমিয়ার লিগে বাজে সময় কাটানো লিভারপুল। দুই লেগ মিলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে গেছে অল রেডরা৷ 

গোলশূন্য কাটা প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের গোলের দেখা মেলে বেশ দেরিতে। ৭০ মিনিটে জোতার বাড়ানো পাসে নিচু শটে বল জালে জড়ান সালেহ। 

তার চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। অরিগির ক্রসে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন মানে৷ প্রথম লেগেও গোল করেছিলেন সালাহ-মানে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank