মেসির জোড়া গোলে বার্সার সহজ জয়
মেসির জোড়া গোলে বার্সার সহজ জয়
মৌসুমে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে মেসি। |
চলতি মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্স যেনো রোলার কোস্টার। এই উঠছে তো এই নামছে। চ্যাম্পিয়ন্স লীগে বিধ্বস্ত হওয়ার পর লা লিগার শেষ ম্যাচেও ধাক্কা খায় দলটি। তবে মেসির জোড়া গোলে এলচের বিপক্ষে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ন্যু ক্যাম্পের ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। বার্সার হয়ে অন্য গোলটি করেন জর্ডি আলবা।
জোড়া গোল করে এ মৌসুমে লি লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠেছেন মেসি। এ আর্জেন্টাইনের গোল সংখ্যা ১৮। ১৬ গোল করে তালিকায় দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদের লুইস সুয়ারেজ।
প্রথমার্ধের শুরুতে একটি করে সুযোগ পায় দু'দল। দ্বিতীয় মিনিটে ত্রিনকাওয়ের বল ঝাঁপিয়ে পড়ে ঠেকান এলচে গোলরক্ষক। পঞ্চম মিনিটে মাত্র ১০ গজ দূর থেকে বল জালে জড়াতে পারেননি এলচের লুকাস বোয়ে। প্রথমার্ধে ৭০ শতাংশ বল দখল করে খেললেও এলচের রক্ষণ ভাঙতে পারেনি কাতালানরা৷
দ্বিতীয়ার্ধে পিয়ানিচকে উঠিয়ে উসামেন দেম্বেলেকে নামাতেই পাল্টে যায় খেলা। ৪৮ মিনিটে ডি বক্সে ব্রাথওয়েটকে বল দেন মেসি। সতীর্থের দোয়া ব্যাক হিল থেকে বল জালে জড়ান এই আর্জেন্টাইন।
বার্সার দ্বিতীয় গোলটি আসে ডি ইয়াং-মেসির যুগলবন্দীতে। ৬৮ মিনিটে কয়েকজনকে পেছনে ফেলে মেসিকে কাছে বল বাড়ান এই ডাচ তারকা। মেসিও দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন।
বার্সার শেষ গোলটি আসে ৭৩ মিনিটে। মেসির পাস থেকে হেডে আলবার কাছে বল পাঠান ব্রাথওয়েট। বাঁ পায়ের দারুণ শটে স্কোর করেন এই ডিফেন্ডার।
২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বার্সার অবস্থান তৃতীয়। ৫৫ ও ৫২ পয়েন্টে নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান