মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগামী দলবদলেই ক্লাব ছাড়তে পারেন ভারানে

স্পোর্টস ডেস্ক

১৭:০০, ৯ ফেব্রুয়ারি ২০২১

৫৫৪

আগামী দলবদলেই ক্লাব ছাড়তে পারেন ভারানে

দলের দুই প্রধান ডিফেন্ডারকে নিয়ে চিন্তায় আছে রিয়াল মাদ্রিদ। অধিনায়ক সার্জিও রামোসের অবস্থা যাই যাই। বয়স বিবেচনায় বেতন কমাতে চাইছে মাদ্রিদ কিন্তু রামোস চাইছেন আগের মতই। 

এদিকে মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, রাফায়েল ভারানেকে নিয়েও আছে শঙ্কা। ২০২২ সালের গ্রীষ্মে শেষ হবে এ ফরাসি ডিফেন্ডারের চুক্তির মেয়াদ। কিন্তু ক্লাবের সন্দেহ, চুক্তির মেয়াদ না বাড়িয়ে ফ্রি ট্রান্সফারে চলে যেতে চান ভারানে। 

তাই চুক্তির মেয়াদ না বাড়ালে আগামী দলবদলেই ভারানেকে বিক্রি করে দেয়ার কথা ভাবছে স্প্যানিশ জায়ান্টরা। যদিও তারা ভারানেকে ধরেই রাখতে চায়। 

আগামী জুনে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ডেভিড আলাবাকে ফ্রি তে পাওয়ার আশা করছে রিয়াল। এছাড়া রামোসের সাথেও চুক্তি বাড়ানো আশায় আছে লস ব্লাঙ্কোসরা। এ দুটি সফল হওয়ার পর ভারানেকে না পেলে ভিলারিয়ালের পাও তোরেস, সেভিয়ার জোলস কৌন্ডে ও ডিয়েগো কার্লোসে দিকে হাত বাড়াবে রিয়াল। এ তিনজনের উপর দীর্ঘদিন ধরেই নজর রাখছেন জিনেদিন জিদান। 

২০১৫ সালে পেপে ক্লাব ছাড়ার পর থেকেই রামোসের সাথে নিয়মিত একাদশে দেখা গেছে ভারানেকে। রিয়ালের হয়ে ৩৪৬ ম্যাচ খেলেন এই ফরাসি ডিফেন্ডার। গোল করেছেন ১৭ টি। প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও জুভেন্টাসের মতো ক্লাব তাকে পেতে আগ্রহী। ভারানেকে বিক্রি করতে ৫০ মিলিয়ন ইউরো দাম হাঁকা হতে পারে বলে মার্কার অনুমান। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank