মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিটিতে বিধ্বস্ত লিভারপুল

স্পোর্টস ডেস্ক

১০:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২১

৪৯৩

সিটিতে বিধ্বস্ত লিভারপুল

প্রিমিয়াল লিগে দুর্দান্ত শুরু করা লিভারপুল থমকে গেছে মাঝমাঝিতে এসে। ১৪ তম রাউন্ডের পর থেকে ঘুরপাক খাচ্ছে পয়েন্ট খোয়ানোর বৃত্তে। রবিবার (৭ ফেব্রুয়ারি) ম্যানচেস্টার সিটির বিপক্ষেও ছিল একই দশা। নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডেই বিধ্বস্ত হয়েছে ১-৪ গোলে। 

ম্যাচের শুরু থেকে আধিপত্য রেখে খেলে পয়েন্ট টেবিলের উপরে থাকা সিটি। প্রথমার্ধের ফোডেনকে ডি-বক্সে ধাক্কা দিলে পেনাল্টি পায় গার্দিওলার শিষ্যরা৷ কিন্তু গোলপোস্টের অনেকটাই উপর দিয়ে বল ভাসিয়ে গোল মিস করেন গুন্দুয়ান। আর কোন উত্তেজনা ছাড়াই কাটে প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে দু্'দলই শুরু করে আগ্রাসী ফুটবল। বারবার আক্রমণে যাওয়া সিটি গোলের দেখা পায় ৪৯ মিনিটেই। পেনাল্টি মিস করে হতাশায় ভোগা গুন্দুয়ানের পায়েই আসে প্রথম গোল। বাঁ পাশ থেকে মাহারেজ এর শট ঠেকিয়ে দেন লিভারপুর গোলকিপার অ্যালিসন। তবে বল যায় গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা গুন্দুয়ানের কাছে। ফাঁকা মাঠে গোল করতে কষ্ট হয়নি এই জার্মান স্ট্রাইকারের। 

৬৩ মিনিটে ম্যাচে ফিরে আসে লিভারপুল। বাঁ পাচ থেকে সিটির গোল মুখে আগানো মো.সালাহকে ধাক্কা দিয়ে ফেলেন ডিফেন্ডার ডায়াজ। পেনাল্টি থেকে সহজেই গোল করেন সালাহ। 

লিভারপুল এ সমতা ধরে রাখতে পারে আর ১০ মিনিট। ৭৩ মিনিট থেকে লিভারপুলের হতাশা বাড়াতে থাকে সিটি। প্রথমে গুন্দুয়ান, ৭৬ মিনিটে স্টার্লিং আর ৮৩ মিনিটে ফোডেনের গোলে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় সালাহ-মানে-শাকিরিদের। 

হারের চেয়েও লিভারপুল বেশি হতাশ হবে অ্যালিসনের পারফরম্যান্সে। অন্যতম সেরা গোলরক্ষক হয়েও তার ভুলেই দুটি গোল পায় সিটি। 

লিভারপুলকে হারিয়ে এখন শীর্ষস্থান অনেকটাই মজবুত হলো সিটির। ২২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫০। এক ম্যাচ বেশি খেলেও লিভারপুলের অবস্থান চার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank