মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মর্যাদার লড়াইয়ে চেলসির মুখোমুখি টটেনহাম হটস্পার

স্পোর্টস ডেস্ক

১৬:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২১

৮২২

মর্যাদার লড়াইয়ে চেলসির মুখোমুখি টটেনহাম হটস্পার

লন্ডন ডার্বির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম হটস্পার ও চেলসি। স্পার্স গ্রাউন্ড হোয়াইট হার্ট লেনে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মুখোমুখি হচ্ছে লন্ডনের ক্লাব দুটি। মর্যাদার এ লড়াইয়ে জিততে মরিয়া দুই দল।

করোনার আঘাতে ইউরোপ বিপর্যস্ত হলেও থেমে নেই ফুটবল। পুরোদমে চলছে দেশগুলোর প্রিমিয়ার লিগ ও ঘরোয়া শিরোপা। শ্বাসরুদ্ধকর অবস্থা ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের লড়াইয়ে। শীর্ষস্থান দখল করতে প্রতিদ্বন্দ্বীতা করছে বেশ কয়েকটি ক্লাব। ৭ম ও ৮ম অবস্থানে থাকা টটেনহাম ও চেলসির জন্য আজকের ম্যাচ শুধুই মর্যাদার লড়াই বললে ভুল হবে না। স্পার্সদের হোসে মরিনহোর মুখোমুখি সদ্য চেলসিতে নাম লেখানো পিএসজির তারকা কোচ থমাস টুশেল।

ফ্র্যাংক ল্যাম্পার্ড বিদায় নেয়ার পর টুশেল যুগ খারাপ যাচ্ছে না চেলসির। গত মাসে লেস্টার সিটির কাছে পরাজয়ের পর আর হারেনি ব্লুজরা। তবে শীর্ষে ওঠার লড়াই যে অনেক কঠিন তা ভালো করেই জানেন নবনিযুক্ত কোচ। আজ পাড়ি দিতে চান মরিনহোর টটেনহাম বাঁধা। টমি আব্রাহাম, কার্ট জুমা ও টিমো ওয়ার্নাররা ফর্মে রয়েছেন। তাদের সেরা নৈপুণ্যের দিকে তাকিয়ে থাকবে চেলসি সমর্থকরা।

অপরদিকে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে থাকলেও লিভারপুল ও ব্রাইটনের কাছে শেষ ম্যাচ দুটি হেরে চাপে আছে টটেনহাম। স্পেশাল ওয়ান হোসে মরিনহো কোনো কৌশলই ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। আজ চেলসি ধাক্কা পার হতে সন হিউং মিন ও হ্যারি কেইনদের ঠিকঠাক কাজে লাগাতে চাইবেন তিনি। তবে ডেলে আলী, সার্জিও রেগুইলন ও লো সেলসোর ইনজুরি চিন্তিত করতে পারে পর্তুগীজ কোচকে।

দুই দলের শেষ দেখা গত বছর নভেম্বরে। সে ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ হয়েছিলো। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ৬৫ জয় নিয়ে এগিয়ে চেলসি। অপরদিকে ৪৯ জয় টটেনহামের। বাকি ৩৭ ম্যাচের কোনো ফলাফল আসেনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank