মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারও বার্সাকে রুখতে পারবে বিলবাও?

স্পোর্টস ডেস্ক

১৬:৪৩, ৩১ জানুয়ারি ২০২১

৬১১

আবারও বার্সাকে রুখতে পারবে বিলবাও?

চলতি মাসেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে শেষ মুহুর্তের দুঃখে ভাসিয়ে শিরোপা জিতে নেয় অ্যাথলেটিক বিলবাও। সে ঘা না শুকাতেই আজ নিজেদের মাঠে আবারও মুনিয়াইন-উইলিয়ামসদের মুখোমুখি হচ্ছে কাতালানরা। বাংলাদেশ সময় রাত ২ টায় লা লিগার আসরে ক্যাম্প ন্যু তে লড়বে দুই দল।

মৌসুমটা আশানুরূপ ভালো যাচ্ছেনা মেসিদের। শিরোপা প্রত্যাশী এ স্প্যানিশ জায়ান্ট মৌসুমের শুরু থেকেই শীর্ষস্থান দখলের স্বপ্ন দেখতে পারছে না। শীর্ষে থেকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ রয়েছে দুইয়ে। বার্সা সিজনের ক্ষরা কাটিয়ে শীর্ষ চারে আসলেও শিরোপার আশা করছে না এখনই।

ঘরের মাঠে আগের মৌসুমগুলোতে নির্ভার থাকতো বার্সা। কিন্ত সাম্প্রতিক ফর্ম বলছে উল্টো কথা। সবশেষ ৯ ম্যাচের ৪ টিতে জয় পায়নি রোনাল্ড কোমানের শিষ্যরা। দুই দলের লড়াইয়ে মোট পরিসংখ্যান কাতালানদের পক্ষে কথা বলছে। ৭০ লড়াইয়ে কাতালানদের ৪৪ জয়ের বিপরীতে বিলবাও পেয়েছে ১২ জয়। অপর ম্যাচগুলো ড্র হয়েছে। কিন্ত এ সংখ্যা দেখে খুশি হয়ে লাভ নেই, একথা ভালো করেই জানেন বার্সা কোচ।

একাদশ গোছাতে বেগ পেতে পারেন রোনাল্ড। কাতালান শিবিরে ইনজুরির খবর পাওয়া যাচ্ছে। চোট পেয়ে দলের বাইরে আছেন তরুণ সেনশেসন আনসু ফাতি ও ফিলিপে কোতিনহো। তাই মেসি-গ্রিজম্যানের ওপর সম্পূর্ণ ভরসা রাখছেন কোম্যান।

এ ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সাথে পয়েন্ট ব্যবধান কমাতে চাইবে কাতালানরা। অপরদিকে সুপারকোপা জিতে ফুরফুরে মেজাজে থাকা বিলবাও আবারও চাইবে মেসিদের রুখে দিতে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank