মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিয়ালকে বিদায় করলো তৃতীয় সারির দল

স্পোর্টস ডেস্ক

১২:০১, ২১ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:০৮, ২১ জানুয়ারি ২০২১

৬৩১

রিয়ালকে বিদায় করলো তৃতীয় সারির দল

এমন ধাক্কা খাবে রাজকীয় রিয়াল স্বপ্নেও ভেবেছিলো কেউ? ম্যাচ শেষে শিষ্যদের সাথে স্বয়ং জিদানও হতাশ ও বিধ্বস্ত। বুধবার (২০ জানুয়ারি) রাতে অঘটনের জন্ম দিয়েছে স্পেনের তৃতীয় সারির দল আলকোয়ান। অতিরিক্ত সময়ের গোলে জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়ে কোপা ডেল রে থেকে বিদায় করে দিয়েছে দলটি।

মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে ছিল লস ব্লাংকোসরা। কিন্ত নতুন বছরে হঠাৎই হোঁচট খেল তারা। সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার এক সপ্তাহ না যেতেই এবার আরেক ধাক্কা।

এল কোলোরাওতে শুরু হওয়া খেলায় শুরু থেকে কিছুটা নিয়ন্ত্রণ নিয়েছিলো বেনজেমা-রদ্রিগোরা। প্রথমার্ধের শেষ দিকে ৪৫ মিনিটে এক ব্রাজিলিয়ান মার্সেলোর বা দিক থেকে বাড়িয়ে দেয়া ক্রসে আরেক ব্রাজিলিয়ান মিলিতাওয়ের হেডে লিড নেয় রিয়াল।

ম্যাচের শেষ দিকে এসেই হোঁচট খেয়েছে অল হোয়াইটসরা। ৮০ মিনিটে কর্নার কিক থেকে বল ডিফেন্সের সবাইকে ফাঁকি দিয়ে গেলে আলতো টোকায় তা রিয়ালের জালে জড়ান আলকোয়ানোর সোলবেস। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোর লাইন ১-১ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। 

এ ৩০ মিনিটের শুরুতেই লাল কার্ড দেখে ১০ জনের দলে নেমে আসে আলকোয়ানো।সুযোগ কাজে না লাগিয়ে উল্টো গোল হজম করে বসে মাদ্রিদ। টাইব্রেকারে যাওয়ার ৫ মিনিট আগে ১১৫ মিনিটে বা দিক থেকে বাড়ানো ডায়াকাইটের অ্যাসিস্টে রিয়ালের জালে বল জড়ান জুয়ানান।

আর ফিরে দাঁড়াতে পারেনি রিয়াল। ২-১ গোলে হেরে কোপা ডেল রের শেষ বত্রিশ থেকে বিদায় নিতে হলো। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেল না তারা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank