মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওজিলের স্বপ্ন সত্যি হলো

স্পোর্টস ডেস্ক

১৭:২৯, ১৮ জানুয়ারি ২০২১

৫২৭

ওজিলের স্বপ্ন সত্যি হলো

তুরস্ক জায়ান্ট ফেনেরবেইচে যোগ দিয়ে মেসুত ওজিলের স্বপ্ন সত্যি হলো। ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালকে বিদায় জানিয়ে রবিবার (১৭ জানুয়ারি) রাতে তুরস্কের ইস্তানবুলে পৌঁছে এ কথা জানান বিশ্বকাপজয়ী সাবেক জার্মান তারকা।

ফেনেরবেইচের ক্লাব টিভিকে ওজিল বলেন, আমি খুব উল্লসিত। ছোট থেকে আমি এ ক্লাবের একজন ভক্ত। এই দলের একজন হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমার স্বপ্ন সত্যি হয়েছে। 

আর্সেনালে ওজিলের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাকি থাকলেও চলতি সপ্তাহে ক্লাবের সাথে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তিনি চুক্তির ইতি টানেন। ফেনেরবেইচে শিগগির যোগ দিতে তিনি প্রাপ্য ৭ মিলিয়ন পাউন্ড আর নেবেন না ঠিক করেন। তাই তিনি মুক্ত এজেন্ট হয়ে তুরস্কের দলটিতে যোগ দিলেন।

মেডিকেল চেকআপ ও অন্য কাগজপত্র ঠিক করার পর চলতি সপ্তাহের শেষে ওজিলের চুক্তির বিষয়ে অফিসিয়াল ঘোষণা দিবে ফেনেরবেইচ।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে চীনে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদ করেন ওজিল। এতে তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের সাথে তার সম্পর্ক নিয়েও ইংল্যান্ডে ব্যাপক সমালোচনা হয়। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা তাকে স্কোয়াডের বাইরে পাঠিয়ে দেন। সবশেষ ২০২০ সালের মার্চ মাসে আর্সেনালের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এ মুসলিম জার্মান ফুটবলার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank