একযোগে অস্ট্রেলিয়া ওপেনের ৪৭ খেলোয়াড় কোয়ারেন্টাইনে
একযোগে অস্ট্রেলিয়া ওপেনের ৪৭ খেলোয়াড় কোয়ারেন্টাইনে
বছরের প্রথম গ্রান্ডস্ল্যামে অংশ নিতে ৪৭ টেনিস খেলোয়াড় দুটি পৃথক ফ্লাইটে শুক্রবার (১৫ জানুয়ারি) মেলবোর্ন যাচ্ছিলেন। বিমান দুটিতে যাত্রী ও ক্রুসহ ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় সব খেলোয়াড় একযোগে হোটেল কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হয়েছেন।
লস অ্যাঞ্জেলেস থেকে ২৪ সদস্যের টেনিস দল মেলবোর্ন পৌঁছানোর পর বিমানের ক্রু এবং একজন স্টাফের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। একই দিনে আবুধাবি থেকে ২৩ সদস্যের দল মেলবোর্ন পৌঁছালে তাদের বিমানে এক যাত্রীর কোভিড-১৯ ধরা পড়ে। আক্রান্ত ৩ জনকে স্বাস্থ্য হোটেলে পাঠানো হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
আরও জানা গেছে, ১৪ দিনের আগে খেলোয়াড়রা রুম থেকে বের হতে পারবেন না। এমনকি তারা অনুশীলনও করতে পারবেন না। নির্ধারিত কোয়ারেন্টাইন শেষে আবারও টেস্ট করা হবে।
এ ঘটনায় টেনিস অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। উরুগুয়ের পাবলো কুয়েভাস, মেক্সিকোর সান্তিয়াগো গনজালেজসহ অনেক খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিমানগুলোতে থাকার কথা নিশ্চিত করেছেন।
এর আগে স্কটল্যান্ডের সাবেক ১ নম্বর টেনিস তারকা অ্যান্ডি মুরে কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন। তবে, এখন তিনি সুস্থ এবং খেলতে প্রস্তত বলে জানান।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়া ওপেন শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান