মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাকালীন নিয়মে বিভ্রান্ত গার্দিওলা

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:১৭, ১১ জানুয়ারি ২০২১

৬৬৪

করোনাকালীন নিয়মে বিভ্রান্ত গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা করোনাকালীন খেলার সময় সূচি নিয়ে বিভ্রান্ত। সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষ কি পদ্ধতি অনুসরন করে কিছু ম্যাচ স্থগিত করে বাকিগুলোর দিনক্ষণ ঠিক করছেন তা অস্পষ্ট বলে জানান এ স্প্যানিয়ার্ড।

চলতি মৌসুমে ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ৪ টি ম্যাচ পেছানো হয়েছে। এ স্থগিত হওয়া খেলাগুলোর একটি হল ডিসেম্বরে(২০২০) এভার্টনের বিপক্ষে সিটির ম্যাচ।

অপরদিকে ৮ জানুয়ারি এফএ কাপের লড়াইয়ের আগে অ্যাস্টন ভিলার মূল দলের কয়েকজন খেলোয়াড় কোভিড-১৯ আক্রান্ত হলেও দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামে অ্যাস্টন ভিলা।

২৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত সিটিজেনদের ৮ জন খেলোয়াড়কে দলের বাইরে থাকতে হয়। অথচ এরা সবাই কোভিড-১৯ পজিটিভ ছিলেন না। বার্মিংহামের সাথে এফএ কাপের খেলায় অ্যাগুয়েরোকে দলের বাইরে থাকতে হয়েছে। করোনা আক্রান্ত না হলেও তিনি অপর এক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তাই, কোভিড নেগেটিভ হলেও সতীর্দের কাছে ঘেষতে দেওয়া হয়নি এ আর্জেন্টাইনকে।

ক্ষোভ প্রকাশ করে গার্দিওলা বলেন, মাঠে না নামলেও গোল ও জয় উদযাপন করতে সতীর্থদের আলিঙ্গন করতে না পারাটা হতাশাজনক। কোন দলের ৮-১০ জন খেলোয়াড় করোনাভাইরাস আক্রান্ত হলেও দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে পারে। কিন্ত, আমাদের মাত্র ৪-৫ জন খেলোয়াড় আক্রান্ত হওয়ায় নানা বিধিনিষেধের মুখে পড়তে হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank