শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টোকিও অলিম্পিক চান না জাপানিরা

স্পোর্টস ডেস্ক

১৫:৩৭, ১১ জানুয়ারি ২০২১

১২০১

টোকিও অলিম্পিক চান না জাপানিরা

করোনা মাহামারী পরিস্থিতিতে ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। আনুষ্ঠানিক নাম না পাল্টেই চলতি বছরের ২৩ জুলাই থেকে বিশ্বের বৃহত্তম এ ক্রীড়াযজ্ঞ শুরু হওয়ার কথা রয়েছে। তবে, জাপানের অধিকাংশ মানুষ চান না এবারের অলিম্পিক অনুষ্ঠিত হোক।

জাপানের দুটি নিউজ এজেন্সী (কিওডো, টোকিও ব্রডক্যাস্টিং সিস্টেম) সম্প্রতি তাদের দেশটিতে বসবাসরত নাগরিকদের উপর একটি জরিপ পরিচালনা করে। জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ চান অলিম্পিক আয়োজন বাতিল হোক অথবা আরও পিছিয়ে যাক। অলিম্পিক অনুষ্ঠিত হবেনা বলেও অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন।

কিছুদিন আগে বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়। জাপানে কোভিড-১৯ আবারও বিস্তার লাভ করতে শুরু করলে দেশব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। 

জরিপের ফলাফল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির জন্য একটি দুঃসংবাদ। অবশ্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, নির্ধারিত সময়ে ‘টোকিও-২০২০’ অলিম্পিক অনুষ্ঠিত হবে বলে তিনি আত্মবিশ্বাসী। 

অন্য দেশগুলোর তুলনায় জাপান করোনাভাইরাসের নিয়ন্ত্রন ভালোভাবে করতে পেরেছে। কিন্ত অলিম্পিক আয়োজিত হলে সারা বিশ্ব থেকে দেশটিতে ১৫০০০ অ্যাথলেট ভ্রমন করবে। এতে ব্যাপকভাবে সংক্রমণের আশংকা করছে দেশটি।

অলিম্পিক আয়োজনে জাপান সরকার ইতিমধ্যে ১৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। অপরদিকে সুইজারল্যান্ড ভিত্তিক অলিম্পিক কমিটির আয়ের শতকরা ৯১ ভাগই আসে ব্রডক্যাস্ট স্বত্ব ও স্পন্সরদের কাছ থেকে। শেষ পর্যন্ত এ ক্রীড়ার আসরটি মাঠে না গড়ালে আয়োজক সংস্থা ও জাপান সরকার উভয়েই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank