মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সালাহ-মানেদের পথেই ডাকা

স্পোর্টস ডেস্ক

১৮:০৮, ৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১৮:২২, ৭ জানুয়ারি ২০২১

৫৬৬

সালাহ-মানেদের পথেই ডাকা

প্যাটসন ডাকা
প্যাটসন ডাকা

আফ্রিকা মহাদেশের তরুণ সেনসেশন প্যাটসন ডাকা। বর্তমানে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবার্গের হয়ে খেললেও প্রিমিয়ার লীগের বড় কোনো দলে খেলার স্বপ্ন দেখছেন। দুর্দান্ত ফর্মে থাকা এই উদীয়মান তারকাকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড ও  লিভারপুলের মতো ক্লাবগুলো।

২০১৭-১৮ মৌসুমে রেড বুলে যোগ দেন জাম্বিয়ান এই স্ট্রাইকার। গোলস্কোরিং ও ড্রিবলিং নৈপুণ্য দিয়ে সবার নজরে আসেন তিনি। চলতি মৌসুমে ১৭ ম্যচে ১৫ গোল করে তিনি এখন ট্রান্সফার মার্কেটের টক অব দ্য টাউন।

গুঞ্জন শোনা যাচ্ছে, ডাকাকে নিতে মুখিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এডিনসন কাভানির বয়েস হয়ে গেছে। আগের মত ফর্মও নেই। ডাকার মত তরুণকে দলে ভিড়িয়ে একজন জাত স্ট্রাইকার হিসেবে তাকে গড়ে তুলতে চায় রেড ডেভিলরা। 

২০২০ সালের আগস্টে লিভারপুলের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ২ গোল করার পর তার উপর মনোযোগ পড়ে ইউর্গেন ক্লপের। রেডসদের হয়ে ইতিমধ্যে মোহাম্মাদ সালাহ এবং সাদিও মানের মত আফ্রিকানরা নিজদের নাম উজ্জ্বল করছেন। ডাকাকে মুগ্ধ করে মানে,সালাহ ও আউবামেয়াংরা। তিনি জানান, আফ্রিকান বড় ভাইয়েরা প্রিমিয়ার লীগে দুর্দান্ত করছে। তাদের মত ডাকা জ্বলে উঠতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী। 

জাম্বিয়ার জাতীয় ফুটবল দলের কোচ মিলুতিন স্রেদোজেভিচ এই তরুণকে নিয়ে বলেন, স্যমুয়েল ইতো এবং সাদিও মানে ইউরোপে গিয়ে আফ্রিকার প্রতিনিধিত্ব করে দেশকে গর্বিত করছে। আমার বিশ্বাস ডাকারও নিজেকে মেলে ধরার সেই সক্ষমতা আছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank