মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হ্যাজার্ডকে ছাড়া ভুগছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

১৯:২২, ২ জানুয়ারি ২০২১

আপডেট: ২৩:৪৩, ২ জানুয়ারি ২০২১

৬৮৮

হ্যাজার্ডকে ছাড়া ভুগছে রিয়াল মাদ্রিদ

১৬০ মিলিয়ন ইউরো খরচ করে চেলসি থেকে গত মৌসুমে ইডেন হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্ত প্রত্যাশা অনুযায়ী এখনও মাদ্রিদে নিজেকে মেলে ধরতে পারেননি বারবার ইনজুরিতে পড়া বেলজিয়ান এই তারকা।

গত ২৮ নভেম্বর আলাভেসের সাথে ম্যাচে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান ইডেন হ্যাজার্ড। গত বুধবার লীগে এলচের সাথে মাদ্রিদের ম্যাচ স্কোয়াডে প্রায় একমাসেরও বেশি সময় পর হ্যাজার্ডের নাম তালিকায় দেখা যায়। ১-১ গোলে ড্র করে মাত্র ১ পয়েন্ট নিয়ে মাদ্রিদ মাঠ ছাড়লেও সাইডবেঞ্চেই থাকতে হয়ে তাকে। এই ড্রয়ে ১৬ ম্যাচ ১০ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে লস ব্লাংকোসরা। দুই ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নগর প্রতিদ্বন্দী এ্যাটলেটিকো মাদ্রিদ। শিরোপা লড়াইয়ে শনিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় সেল্টা ভিগোর সাথে নিজের মাঠে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর ২০১৮-১৯ মৌসুম থেকে খেই হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ী দলটি রোনালদোর বিদায়ের পর শিরোপা জিতেছে কেবল দুটি (১ টি করে লীগ ও সুপার কাপ)। বড় তারকার বিদায়ের অভাব ঘোচাতে চাওয়া দলটি ইডেনকে সাথে নিয়ে ছন্দে ফিরতে চেয়েছিল। ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ পর্যন্ত চেলসিতে ড্রিবলিং নৈপুণ্য দিয়ে সবার নজরে আসেন হ্যাজার্ড। ৩৫২ ম্যাচে ১১০ গোল করা এই উইং তারকাকে পছন্দ করে দলে ভেড়ান রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান। কিন্ত রিয়ালের হয়ে তার নামের পাশে ২৯ ম্যাচে রয়েছে মাত্র ৩ গোল। বড় সাইনিং করানোর পর সম্মুখভাগকে শক্তিশালী করে চিরচেনা অবস্থানে ফিরতে চেয়েছিল ৩৪ বার লা-লীগা শিরোপা জেতা এই স্প্যানিশ জায়ান্ট। কিন্ত দল যেন এখনও ছন্দ ফিরে পায়নি। লীগে ছোট দলগুলোর সাথে প্রায়ই হোচট খেয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বারবার পিছিয়ে যাচ্ছে তারা। অপরদিকে, চ্যাম্পিয়ন্স লীগেও গ্রুপ পর্ব পেরোতেই কাঠখড় পোড়াতে হয়েছিল অল হোয়াইটসদের।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank